মনোনয়ন পেশের দিন কি বাড়বে! বিজেপির বিক্ষোভের মাঝেই বড় বার্তা নির্বাচন কমিশনের! রাজনীতি রাজ্য June 15, 2023 প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ঘোষণা হতেই মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এই ব্যাপারে বিরোধীরা অবশ্য ক্রমাগত প্রতিবাদ করতে শুরু করেছে। তাদের একটাই দাবি, বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই গোটা বিষয়ে কমিশনের দপ্তরে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে রাজ্য বিজেপি। আর এই পরিস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বৃদ্ধি নিয়ে বড় বার্তা দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। তার বক্তব্য, এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত, এদিন সন্ধ্যায় নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, “এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।” একাংশের মতে, নির্বাচন ঘোষণার পরেই মনোনয়ন পত্র জমা নিয়ে নানা প্রশ্ন ওঠার কারণে আদালতের দ্বারস্থ হয়েছিল ভারতীয় জনতা পার্টি। তবে আদালত অবশ্য গোটা বিষয়ে নির্বাচন কমিশনের ওপরেই সিদ্ধান্ত নেওয়ার ভার ছেড়েছে। তবে তারপরেও বিভিন্ন জায়গায় মনোনয়নপত্র জমা দিতে বিরোধীদের বাধা দিচ্ছে বলে অভিযোগ। আর এই পরিস্থিতিতে বিরোধীদের লাগাতার বিক্ষোভের মাঝেই এখনও পর্যন্ত যে মনোনয়নপত্র পেশের দিন বৃদ্ধি নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, তা জানিয়ে দিলেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের। আপনার মতামত জানান -