এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে” ভাঙ্গড়ের মনোনয়ন পর্ব ঘিরে বিস্ফোরক সুকান্ত!

“হাতে তলোয়ার নিয়ে দাঁড়িয়ে রয়েছে” ভাঙ্গড়ের মনোনয়ন পর্ব ঘিরে বিস্ফোরক সুকান্ত!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  মনোনয়ন পর্বকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জেলা অশান্ত হতে শুরু করেছে। বেশিরভাগ ক্ষেত্রেই শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠছে বিরোধীদের বাধা দেওয়ার। এক্ষেত্রে সবথেকে বেশি অশান্তির অভিযোগ সামনে আসছে ভাঙ্গড়ে। যেখানে মাঝেমধ্যেই মুড়ি-মুরকির মতো বোমা বাজি এবং গুলির আওয়াজ শোনা যাচ্ছে। আর এই পরিস্থিতিতে সেই ভাঙ্গড় নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার দাবি, ভাঙ্গড়ে মনোনয়ন পত্র কোনো রাজনৈতিক দল সুস্থ ভাবে জমা দিতে পারবে না‌। তৃণমূলের দুষ্কৃতীরা ওখানে অস্ত্র হাতে দাঁড়িয়ে রয়েছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “আমরা তো ভাঙরের ওপর দিয়েই আসলাম। ওখানে দেখলাম, তলোয়ার নিয়ে রাস্তায় সব দাঁড়িয়ে রয়েছে। ওখানে মনোনয়ন জমা দেওয়ার মতো কোনো পরিস্থিতিই নেই। কোনো রাজনৈতিক দল ওখানে সুস্থ ভাবে মনোনয়নপত্র জমা দিতে পারবে না।”

বলা বাহুল্য, তৃণমূল এবং আইএসএফের সংঘর্ষে ঘন্টায় ঘন্টায় খবরের শিরোনামে উঠে আসছে ভাঙ্গড়। ইতিমধ্যেই সেই ঘটনার প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে দেখা করতে গিয়েছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। তবে তিনি মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে পারেননি। তবে এবার সেই ভাঙ্গড়ের পরিস্থিতি যে অত্যন্ত উদ্বেগজনক, তা ব্যাখ্যা করতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!