এখন পড়ছেন
হোম > জাতীয় > বিরোধী হেভিওয়েট নেতা জনগণকে সুরাহা দিতে নিজে দাঁড়িয়ে থেকে তেলের দাম কমালেন ৯ টাকা!

বিরোধী হেভিওয়েট নেতা জনগণকে সুরাহা দিতে নিজে দাঁড়িয়ে থেকে তেলের দাম কমালেন ৯ টাকা!

নজিরবিহীনভাবেই  মহারাষ্ট্র নবনির্মাণ সেনা সুপ্রিমো রাজ ঠাকরে রাজ্যে পেট্রোলের দাম এক কথায় নয় টাকা পর্যন্ত কমিয়ে দিলেন। যার ফলে বৃহস্পতিবার রাজধানী মুম্বইতে বেশ কয়েকটি পেট্রল পাম্পে ,পাম্পের কর্মীরা নির্ধারিত দামের থেকে চার থেকে নয় টাকা দাম কম নিয়েছেন। এই ঘটনায় স্বভাবতই উল্লসিত রাজ্যের ক্রেতারা। জানা যাচ্ছে  এমএনএস থেকে দাম যাতে কম নেওয়া হয় সেটা সুনিশ্চিত করতে পেট্রোল পাম্পগুলিকে নজরবন্দী রাখা হয়। গত বৃহস্পতিবার পর্যন্ত এই অফার কার্যকর ছিলো। এদিন সকাল থেকেই সস্তায় জ্বালানি তেল পেতে উৎসুক ক্রেতাদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। রাজ্যের সকলেই রাজ ঠাকরের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানান।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

একইসাথে রাজ্যের সাধারণ মানুষ প্রধানমন্ত্রীর কাছে জ্বালানি তেলের মূল্য হ্রাসের দাবি করলেন। এখন প্রশ্ন হলো কেন রাজ ঠাকরে এদিন পাম্প মালিকদের পেট্রলের দাম কমাতে বাধ্য করলেন ! এই বিষয়টি খতিয়ে দেখতে গিয়ে জানা যাচ্ছে বৃহস্পতিবার রাজ ঠাকরে তাঁর অর্ধ শতবর্ষ পূর্ণ করলেন। সেই উপলক্ষ্যে মুম্বইবাসীকে এই অভিনব উপহার দিলেন নবনির্মাণ সেনা সুপ্রিমো। উল্লেখ্য এদিন মুম্বই তে পেট্রলের স্বাভাবিক দাম ছিলো ৮৪.২৬ পয়সা। কিন্তু রাজ ঠাকরের উপহার কার্যকর হওয়ায় জ্বালানি তেলের দাম  চার থেকে ন’টাকা পর্যন্ত কমে গিয়েছিলো ঐদিন। তবে এই অফার পাওয়া গিয়েছে নির্দিষ্ট কয়েকটি পেট্রলপাম্পে। এমএনএস সূত্রে জানা গিয়েছে, রাজ ঠাকরে স্বয়ং রাজ্যকে এই চার থেকে নয় টাকা অবধি ভরতূকি দেবেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে জল্গনের সুবিধার্থে এইরকম উদ্যোগ নিয়ে স্বভাবতই তিনি আসন্ন লোকসভা নির্বাচনের আগে শুধু নিজের ভাবমূর্তিই নয় রাজ্যের সাধারণ মানুষের কাছে দলের গ্রহণযোগ্যতাও নিঃসন্দেহে বৃদ্ধি করলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!