এখন পড়ছেন
হোম > রাজ্য > দিলদারের বাবার এফআইআরের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র, অস্ত্র মামলায় গ্রেপ্তার ৪ বিজেপি কর্মী

দিলদারের বাবার এফআইআরের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র, অস্ত্র মামলায় গ্রেপ্তার ৪ বিজেপি কর্মী

আদালতের নির্দেশে গত সোমবার ফের মনোনয়ন জমা দেবার পক্রিয়া শুরু হয়েছিল। আর সেই মতো মনোনয়ন ঘিরে বিজেপি তৃণমূলের সংঘর্ষে বীরভূমের করিধ্যা গ্রামের দিলদার শেখ নাম এক ব্যাক্তি গুলিবিদ্ধও হয়ে মারা যান।এদিন মৃত দিলদারবাবুর বাবা তাহিদ খানের দায়ের করা এফআইআরের ভিত্তিতে সিউড়ির কড়িধ্যা থেকে গ্রেফতার করে হয়েছে ৪ বিজেপি নেতা-সমর্থককে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

তাঁরা হলেন শেখ সফিউল, আপেল শেখ, অসিত সরকার এবং গৌতম কোড়া।তাহির খান অভিযোগ করেছিলেন ঝাড়খণ্ড থেকে আসা বিজেপি সমর্থকরা তাঁর ছেলেকে খুন করেছে আর এই সাবের নেতৃত্ব দিয়েছে কড়িধ্যার বিজেপি নেতা শ্যামসুন্দর গড়াই। যদিও এই ঘটনায় যুক্ত বলে যাদের গ্রেফতার করা হয়েছে তারা কেউই ঝাড়খণ্ডের নয়। তাঁরা সবাই ওই গ্রামেরই বাসিন্দা বলে জানা গেছে। এদিন শ্যামসুন্দর গড়াইকেও গ্রেফতার করে পুলিশ। দিলদার তুমি কার? এই বিতর্ক এখনও মেটেনি।কেননা প্রথমে দিলদারবাবুর বাবা দাবি করেন যে তাঁর ছেলে বিজেপি কর্মী ,এবং বিজেপির তরফ থেকে জানানো হয় যে মৃত দিলদার শেখ বিজেপির সংখ্যালঘু সেলের সাধারণ সম্পাদক। অন্যদিকে অনুব্রত মন্ডল জানান মৃত দিলদার বাবু তাদের কর্মী। এরপর সাংবাদিক সম্মেলন করেন অনুব্রত বাবু। সেখানে তাঁর পাশে বসে দিলদারবাবুর বাবা জানান যে তাঁর ছেলে তৃণমূলের কর্মী আর বিজেপি খুন করেছে তাঁর ছেলেকে। বিজেপির তরফ থেকে অভিযোগ উঠেছে যে দিলদারবাবুর বাবাকে ভয় দেখিয়ে অনুব্রতবাবু এইসব করাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!