এখন পড়ছেন
হোম > রাজ্য > পিডিএসের করা মামলায় বড় ধাক্কা নির্বাচন কমিশনের, আবারো আইনি জটে পঞ্চায়েত

পিডিএসের করা মামলায় বড় ধাক্কা নির্বাচন কমিশনের, আবারো আইনি জটে পঞ্চায়েত


নির্বাচনের কাজে অংশ দিতে নির্দেশ দিলো রাজ্য নির্বাচন কমিশনকে। এদিন বিচারপতি সুব্রত তালুকদার কমিশনকে নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হয়েই কলকাতা হাইকোর্ট আসন্ন পঞ্চায়েত নির্বাচনের পরিপ্রেক্ষিতে প্রথমে রাজ্যবাসীর নিরাপত্তার বিষয়ে জোর দিয়ে পরবর্তী পর্যায়ে নির্বাচন প্রক্রিয়া পরিচালনা করার কথা জানালেন। এদিন সকালে আদালত কংগ্রেস ও বিজেপির আনা অভিযোগ খারিজ করে দেয়।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এতে কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলো রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু অল্প সময়ের মধ্যে পিডিএস ফের নিরাপত্তা সংক্রান্ত মামলা দায়ের করলে আবারও অস্বস্তিতে পড়ে রাজ্য নির্বাচন কমিশন। আদালতের তরফে এদিন নির্বাচন কমিশনকে পরিষ্কার করে বুঝিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত নির্বাচনের জন্য নিরাপত্তার কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা হলফনামা আকারে জানাতে হবে।এদিন মামলা চলাকালীন বিচারপতি নির্বাচন কমিশনের সচিব নীলাঞ্জন সান্ডিল্যের কাছে নির্বাচনের জন্য নেওয়া নিরাপত্তা বিষয়ে জানতে চাইলে , কমিশন সচিব বললেন এখনও কিছুই স্থির হয়নি। এ নিয়ে সরকারের সঙ্গে কথা বলার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। রাজ্যের সকল রাজনৈতিক দলগুলির সাথে নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়েছে কিনা এই বিষয়ে বিচারপতি প্রশ্ন করলে সচিব বলেন নিরাপত্তা নিয়ে বিভিন্ন জেলার এসপিদের চিঠি দেওয়া হয়েছে। এমনকি নিরাপত্তার যথাযথ ব্যবস্থা নিয়েও নির্দেশ পাঠানো হয়েছে । এরপরেই বিচারপতি জানালেন অন্য দলগুলির সঙ্গে বৈঠক করে নিরাপত্তা ব্যবস্থা করতে হবে। কোথায় কত বাহিনী নিয়োগ করা দরকার,সে বিষয়ে কমিশনকে আদালতে জানাতে হবে । উল্লেখ্য বিভিন্ন রাজনৈতিক দলগুলি নিরাপত্তা বিষয়ে নিশ্চিত হয়েই নির্বাচনের আর্জি জানালে আদালতের তরফে মান্যতা দেওয়া হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!