এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > Breaking News, খুনের হুমকির জবাব দিলেন শান্তিপুরের বিধায়ক

Breaking News, খুনের হুমকির জবাব দিলেন শান্তিপুরের বিধায়ক


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের পরেই তার নামে তাঁর বিধানসভা এলাকায় পোস্টার পড়েছিল, নানাভাবে হুমকি দেয়া হয়েছিল তাঁকে। এরপর গতকাল শুক্রবার আবার তাঁকে হুমকি দিয়ে দেওয়াল লিখন দেখা যায় শান্তিপুরে। যেখানে তাঁকে সাত দিনের মধ্যে শান্তিপুর না ছাড়লে খুনের হুমকি দেয়া হয়। আজ তার জবাব দিলেন শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তিনি জানালেন শান্তিপুর থেকে তিনি একপাও নড়বেন না।

গতকাল শান্তিপুর পুরসভার বাগদেবীপুর ও করমচাপুর এলাকায় বিধায়ক অরিন্দম ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের হুমকি দিয়ে দেয়াল লিখন দেখা গিয়েছিল। অনুমান রাতের বেলাতেই এ ধরনের কাজ করা হয়েছিল। এই ঘটনায় তৃণমূলকে অভিযুক্ত করেছেন বিধায়ক। তিনি জানান, এর পেছনে আছে তৃণমূলের ষড়যন্ত্র। তবে, বিধায়কের অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে তৃণমূল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সকালে দেখা যায় যে, দেওয়ালে সাদা রং করে, তার উপর নীল রঙ দিয়ে বিধায়ককে খুনের হুমকি দেয়া হয়েছে। জানানো হয়েছে, ৭ দিনের মধ্যে তাঁকে শান্তিপুর ছেড়ে যেতে হবে, না হলে নিজের খুনের দায় নিজেকেই নিতে হবে। দেওয়ালে লেখা ছিল, ” আগামী ৭ দিনের মধ্যে অরিন্দম ভট্টাচার্য তুমি শান্তিপুর ছাড়ো, না হলে তোমার খুনের দায় তুমি নিজে । ” গতকালের এই দেয়াল লিখনের পর আজ তার জবাব দিলেন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য।

বিধায়ক জানালেন, ” আমি চ্যালেঞ্জ গ্রহণ করলাম। শান্তিপুর থেকে আমি এক পা নড়ব না। ক্ষমতা থাকলে আমাকে মেরে শান্তিপুর দখল করতে হবে। ” এই ঘটনার জন্য শাসকদলকে অভিযুক্ত করেছেন বিধায়ক। বিধায়ক জানান যে, শাসকদল ছাড়া এমন কাজ কে করতে পারে? পূর্বেও তাঁর নামে পোস্টার ফেলা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল যে, বিজেপি করলে, বিজেপিকে ভোট দেওয়ার বিষয়ে চিন্তা-ভাবনা করলে রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে। এরকম হুমকি দেবার পরেও কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!