এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > সবং উপনির্বাচন লাইভ: সকল ৮:০০ টা

সবং উপনির্বাচন লাইভ: সকল ৮:০০ টা

আজ সবং বিধানসভায় উপনির্বাচন। এই উপনির্বাচনে লড়াই হতে চলেছে মূলত চতুর্মূখী – তৃণমূল কংগ্রেসের প্রার্থী গীতারানি ভূঁইয়া, বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য, কংগ্রেস প্রার্থী চিরঞ্জিত বিশ্বাস ও সিপিআইএম প্রার্থী রীতা জানা মন্ডলের মধ্যে। আজ আমরা সারাদিন ধরেই সবং উপনির্বাচন ঘিরে কি ঘটে চলল তার লাইভ আপডেট আপনাদের কাছে দিতে থাকব। সকল ৮:০০ পর্যন্ত ঘটে যাওয়া গুরুত্ত্বপূর্ন কিছু ঘটনা

ইভিএমের সঙ্গে থাকছে ভিভিপ্যাটও, ফলে ভোটাররা তাৎক্ষণিক জানতে পারবেন ভোট সঠিক জায়গায় পড়ল কিনা
নিরাপত্তা ব্যবস্থা বেশ কড়া, স্থানীয় ভোটাররা খুশি
সকাল থেকেই ভোটদানের হার খুব কম, কোনো বুথেই প্রায় ভিড় দেখা যাচ্ছে না, ১-২ জন করে ভোটার এসে ভোট দিয়ে যাচ্ছেন
শাসকদলের সন্ত্রাস ঠেকাতে ও বহিরাগতদের প্রবেশ রুখতে গতকাল মধ্যরাতে থানা ঘেরাও করেন বিজেপি প্রার্থী অন্তরা ভট্টাচার্য

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!