এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর দাবীর সাথে মিলছেনা রাজ্যের চিত্র, অক্সিজেনের অভাবে গেল বেশ কয়েকটি প্রাণ

মুখ্যমন্ত্রীর দাবীর সাথে মিলছেনা রাজ্যের চিত্র, অক্সিজেনের অভাবে গেল বেশ কয়েকটি প্রাণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের সঙ্গে যোগ হয়েছে প্রবল অক্সিজেনের অভাব। দিল্লির দুরবস্থা সামনে এসেছে ইতিমধ্যেই। একই সাথে উত্তর প্রদেশের খবরও সামনে এসে। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বারংবার দাবি করেছেন, উত্তরপ্রদেশে অক্সিজেনের কোন অভাব নেই। কিন্তু মুখ্যমন্ত্রীর দাবিকে এবার বড়োসড়ো প্রশ্নের মুখে ফেলছে রাজ্যেরই হাসপাতালের ঘটনা। সম্প্রতি মীরাটের একটি হাসপাতালে অক্সিজেন না পেয়ে করোনা রোগী মারা গিয়েছেন। আর এবার আগ্রার পালা। অক্সিজেনের অভাবে হাসপাতালে মৃত্যুর মুখে ঢলে পড়লেন আটজন করোনা রোগী।

স্থানীয় সূত্রের খবর, গতকাল থেকেই আগ্রার হাসপাতালে অক্সিজেনের অভাব শুরু হয়েছিল। আর ঠিক তখনই গুরুতর অসুস্থ 8 জন করোনা রোগীকে অক্সিজেন দেওয়া যায়নি। ফলস্বরূপ তাঁদের মৃত্যু। সরকারের তরফ থেকে মুখ্যমন্ত্রী অক্সিজেনের অভাব নেই বলে দাবি করলেও হাসপাতালের তরফ থেকে কিন্তু অক্সিজেনের ঘাটতির কারণে মৃত্যু হয়েছে বলে স্বীকার করে নেওয়া হয়েছে। আগ্রার জেলাশাসক প্রভু সিং জানিয়েছেন, গত 24 ঘন্টায় অক্সিজেনের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে। পাশাপাশি আচমকা রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়াতেই এই ঘাটতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। অন্যদিকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেও করোনা আক্রান্ত হয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু তিনি ঘোষণা করেছিলেন, তাঁর রাজ্যে কোথাও কোনো হাসপাতালে অক্সিজেনের ঘাটতি নেই। সরকারি-বেসরকারি সব হাসপাতালে পরিমাণমতো অক্সিজেন মজুত আছে। শুধু রাজ্যের কালোবাজারি এবং কিছু মানুষের অক্সিজেন মজুদ করে রাখার ফলে সমস্যার সৃষ্টি হয়েছে। কিন্তু তার মোকাবিলাও করা হচ্ছে যথাযথ। যদিও যোগী আদিত্যনাথের দাবি এই মুহূর্তে বড় প্রশ্নের মুখে। অন্যদিকে যোগী আদিত্যনাথ ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, যেসব রোগীর অক্সিজেনের প্রয়োজন পড়ছেনা, তাঁদেরকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। তবে সূত্রের খবর, উত্তর প্রদেশের বিভিন্ন হাসপাতালে ইতিমধ্যেই নোটিশ জারি করা হয়েছে করোনা রোগী ভর্তি করতে হলে নিজেদেরই অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করতে হবে।

এমনকি বেশ কয়েকটি হাসপাতাল অক্সিজেনের অভাবের কারণে রোগী ভর্তি নেওয়া বন্ধ করে দিয়েছে। প্রসঙ্গত, গোটা দেশের সঙ্গে তাল মিলিয়ে উত্তরপ্রদেশেও করোনার মারাত্মক ভয়াবহ চিত্র দেখা যাচ্ছে। উত্তরপ্রদেশের ইতিমধ্যে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 12 লক্ষ। মৃত্যু হয়েছে 11414 জনের। সবমিলিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছে যোগী আদিত্যনাথের দাবী নিয়ে। অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, যোগীর রাজ্যে যেখানে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে প্রকাশ্যে, সেখানে যোগী আদিত্যনাথের অক্সিজেন সংক্রান্ত যে দাবী সামনে আসছে, তার সাথে রাজ্যের ছবি মিলছেনা। এবং তাতেই বিপাকে পড়তে পারেন যোগী আদিত্যনাথ বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!