এখন পড়ছেন
হোম > অন্যান্য > শীতকালে করোনা থেকে বাঁচতে কি বলছে আইএমডি, জানুন বিস্তারিত

শীতকালে করোনা থেকে বাঁচতে কি বলছে আইএমডি, জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – “অ্যালকোহল পান করবেন না, এবং ঘরের ভিতর থাকুন”! এমনটাই জানাল ভারত আবহাওয়া অধিদফতর বা আইএমডি। বস্তুত, শীত পড়েছে জাঁকিয়ে। সেখানে বছরের শেষের পার্টিতে অ্যালকোহল এখন নতুন জেনারেশনের কাছে বাধ্যতামূলক বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতিতে সেটা খুব একটা ভাল কাজ হবে না বলেই জানিয়েছে আইএমডি।

বর্তমান পরিস্থিতিতে করোনার প্রভাব-ভিত্তিক আলোচনায় আইএমডি জানিয়েছে যে ২৮শে ডিসেম্বর থেকে দেশের পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরপ্রদেশ এবং উত্তর রাজস্থানে মারাত্মক শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। ফলে ফ্লু, সর্দি কাশি বা ঠান্ডা লাগার মত অসুস্থতার সম্ভাবনা বাড়তে পারে। তাই যাদের এই অসুস্থতার লক্ষণ আছে, তাদের আগে থেকেই সাবধান হওয়া উচিত।

বিশেষ করে চিকিৎসকদের মতে, বর্তমান করোনা পরিস্থিতিতে সব কিছু ভুলে নিজেদের সুস্থ রাখাই হওয়া উচিত একমাত্র অঙ্গীকার। আর সেক্ষেত্রে আইএমডি জানিয়েছে যে, মদ্য পান করা উচিত নয়। কারণ এটি আপনার শরীরের তাপমাত্রা হ্রাস করে। তাই মানুষকে বাড়ির ভিতর থাকতেই পরামর্শ দেওয়া হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেইসঙ্গে ভিটামিন-সি সমৃদ্ধ ফল খাওয়ার কথা বলা হয়েছে। এর ফলে শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শরীরে ঠান্ডার প্রভাবগুলির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে উঠবে বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।এর সঙ্গে আইএমডি-র আঞ্চলিক পূর্বাভাস কেন্দ্রের প্রধান জানিয়েছেন, হিমালয়ের উপরের প্রান্তের অঞ্চলগুলিতে রবি ও সোমবার পারদ কিছুটা বাড়লেও সেই স্বস্তি স্বল্পস্থায়ী হবে।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে মাঝারি থেকে বেশি তুষারপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান হয়েছে। সেইসঙ্গে উত্তর বা উত্তর-পশ্চিম বায়ুর প্রভাবে উত্তর ভারতে সর্বনিম্ন তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমে যাবে। আইএমডি জানিয়েছে। সেইসঙ্গে গাঢ় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। তাই এমন পরিস্থিতিতে দেশের মানুষকে সুস্থ থাকতে পুষ্টিযুক্ত খাবার খাওয়া এবং বাড়ির মধ্যেই থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!