এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা-ঘনিষ্ঠ বড় দায়িত্ব পেতেই তীব্র প্রতিবাদ, চাপের মুখে তৃণমূল!

মমতা-ঘনিষ্ঠ বড় দায়িত্ব পেতেই তীব্র প্রতিবাদ, চাপের মুখে তৃণমূল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিভিন্ন সময় নানা বিতর্কিত ঘটনায় নাম জড়িয়েছে তৃণমূল বিধায়ক নির্মল মাঝির। কিন্তু সেই নির্মলবাবুকে আবারও পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের সভাপতি করা হয়েছে। আর স্বাস্থ্য ভবন থেকে এই ব্যাপারে বিজ্ঞপ্তি জারি করার পরেই রীতিমতো প্রতিবাদ শুরু করেছে রাজ্যের চিকিৎসক সংগঠনের একাংশ। যেখানে নির্মলবাবুর বদলে অন্য কাউকে এই দায়িত্ব দেওয়ার দাবি তুলেছেন তারা। স্বাভাবিক ভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত তৃণমূলের চিকিৎসক নেতা বড় দায়িত্ব পেতেই যেভাবে নানা মহলে প্রতিবাদ শুরু হল, তাতে রীতিমতো চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। ডক্টযস ফোরামের পক্ষ থেকে যেভাবে নির্মল মাঝির এই গুরুত্বপূর্ণ পদ পাওয়ার বিরুদ্ধ বিরোধিতা শুরু হয়েছে, তাতে অস্বস্তি তৈরি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

সূত্রের খবর, জুলাই মাসের গত 9 তারিখে স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়। যেখানে জানানো হয়, পশ্চিমবঙ্গ মেডিক্যাল কাউন্সিলের সভাপতি পদে আসছেন বিশিষ্ট তৃণমূল বিধায়ক নির্মল মাঝি। আর তারপরেই ডক্টরস ফোরামের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ করা হয়। যেখানে এই নিয়োগের বিরোধিতা করে নির্মল মাঝিকে অবিলম্বে ওই পদ থেকে সরাতে হবে বলে দাবি করে ডক্টরস ফোরাম। প্রসঙ্গত উল্লেখ্য, কুকুরের ডায়ালিসিস থেকে শুরু করে বিভিন্ন বিতর্কিত মুলক ঘটনায় নাম জড়িয়েছে এই তৃণমূল নেতার। কিন্তু আবার তাকে এই ধরনের গুরুত্বপূর্ণ পদ দেওয়ায় রীতিমতো ক্ষুব্ধ একাংশ। যেখানে তার বদলে যাতে অন্য কোনো ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়, তার জন্য দাবি তুলতে শুরু করেছেন তারা। স্বাভাবিকভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চিকিৎসক মহলে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ডক্টরস ফোরামের এক সদস্য বলেন, “সরকার এবার পেছনের দরজা দিয়ে বিগত মেডিকেল কাউন্সিলের কলঙ্কিত সভাপতিকে ফিরিয়ে নিয়ে এল। অবিলম্বে স্বচ্ছ এবং পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি করে মেডিকেল কাউন্সিলের স্বচ্ছ নির্বাচন করা দরকার।” বিশেষজ্ঞরা বলছেন, এর আগে এই সভাপতির দায়িত্বে ছিলেন নির্মল মাঝি। কিন্তু তারপর তাকে নিয়ে বিতর্কিত নানা ঘটনা প্রকাশ্যে আসার পর যথেষ্ট চাপে পড়ে যায় শাসক দল। তবে আবার যে তাকে এই পদে ফিরিয়ে নিয়ে আসা হবে, তা অনেকেই ভাবতে পারেননি।

কিন্তু শেষ পর্যন্ত স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সেই নির্মল মাঝিকে কলকাতা মেডিকেল কাউন্সিলের সভাপতি করার সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার সাথে সাথেই রীতিমতো প্রতিবাদে মুখর হয়ে উঠেছে চিকিৎসক মহলের একাংশের। স্বভাবতই এই প্রতিবাদের ফলে রীতিমতো চাপ বাড়ছে স্বাস্থ্য দপ্তরের। তাই মেডিকেল কাউন্সিলের সভাপতিকে সরানোর জন্য ডক্টরস ফোরামের পক্ষ থেকে যে দাবি করা হচ্ছে, তাতে মান্যতা দিয়ে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!