এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সমবায়ে বড় দুর্নীতির অভিযোগ! তৃণমূলের ঘুম উড়িয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!

সমবায়ে বড় দুর্নীতির অভিযোগ! তৃণমূলের ঘুম উড়িয়ে দিলেন হেভিওয়েট বিজেপি নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিরোধীরা ইস্যু করতে চলেছে দুর্নীতিকে। তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি যে বিরোধী দলগুলোর কাছে প্রধান হাতিয়ার, তা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যেই রাজ্যের আইনশৃংখলা সহ একাধিক বিষয়ে সরব হতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টিকে। আর এবার সমবায় ব্যবস্থায় বড়সড় দুর্নীতির অভিযোগ তুলে রীতিমতো তৃণমূল সরকারের ঘুম উড়িয়ে দিলেন বিজেপির হেভিওয়েট নেতা শমীক ভট্টাচার্য। স্বভাবতই বিভিন্ন ক্ষেত্রের পর এবার সমবায় ব্যবস্থা নিয়ে বিজেপি নেতা যে অভিযোগ করলেন, তা যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলার অপেক্ষা রাখে না।

সূত্রের খবর, এদিন বিজেপির হেস্টিংসের কার্যালয় একটি সাংবাদিক সম্মেলন করেন শমীক ভট্টাচার্য। আর সেখানেই সমবায় ব্যাংকের দুর্নীতি বিরাট আকার নিয়েছে বলে অভিযোগ করতে দেখা যায় তাকে। হেভিওয়েট এই বিজেপি নেতা বলেন, “গোটা সমবায় ব্যবস্থা কার্যত তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে। একশ্রেণীর নেতাদের লুটের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আমানতদের টাকা নয়ছয় করা হচ্ছে। উত্তর 24 পরগনা থেকে বহু টাকা সরিয়ে হাওড়ায় নিয়ে আসা হচ্ছে। সেই জেলার তৃণমূল বিধায়করা পর্যন্ত এই ইস্যুতে সোচ্চার হচ্ছেন। শুধু একটা বা দুটো ক্ষেত্রে নয়, গোটা সমবায় ব্যবস্থা ভেঙে পড়েছে। রাজ্যের সমবায় ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তৃণমূল। পুরোটা দুর্নীতিতে ডুবে গিয়েছে। তার দায় এড়াতে পারেন না মাননীয় সমবায়মন্ত্রী। অন্যান্য রাজ্যে সমবায় ব্যবস্থার উন্নতি হচ্ছে। তার থেকে পশ্চিমবঙ্গ প্রচুর পিছিয়ে পড়েছে। আমরা বিষয়টি নিয়ে সিবিআই তদন্ত দাবি করছি। সেই সঙ্গে আমরা সমবায় মন্ত্রী অরূপ রায়ের পদত্যাগ দাবি করছি।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাভাবিকভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে এবার রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে রাজ্যজুড়ে। ইতিমধ্যেই বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সোচ্চার হয়েছে বিজেপি। আর এবার বিজেপির অভিযোগের বিষয়বস্তু হিসেবে সমবায় ব্যবস্থা উঠে আসায় রাজ্যের শাসক দল যে কিছুটা হলেও অসুবিধের মুখে পড়বে, তা বলার অপেক্ষা রাখে না।পর্যবেক্ষকদের মতে, গেরুয়া শিবির এখন যেন-তেন প্রকারেণ তৃণমূল কংগ্রেসের ঘুম উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। আর যার অঙ্গ হিসেবে তাদের প্রধান অস্ত্র হয়ে উঠতে চলেছে দুর্নীতি।

সেদিক থেকে সমবায় ব্যবস্থার দুর্নীতির কথা তুলে ধরে রীতিমতো তৃণমূল সরকারকে আরো চাপে ফেলে দেওয়ার চেষ্টা করলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তবে অন্যান্য ইস্যুর মতো বিজেপি সমবায় ব্যবস্থার দুর্নীতিকে হাতিয়ার করেও রাজ্য সরকারের বিরুদ্ধে প্রকটভাবে আন্দোলনে নামবে কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!