এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > “হাতে হাত দিয়ে বসে রয়েছে কমিশন” মনোনয়নে অশান্তি নিয়ে কটাক্ষ হেভিওয়েটের!

“হাতে হাত দিয়ে বসে রয়েছে কমিশন” মনোনয়নে অশান্তি নিয়ে কটাক্ষ হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্রমাগত উঠতে শুরু করেছে প্রশ্ন। দিকে দিকে মনোনয়ন জমাকে কেন্দ্র করে যখন অশান্তির চিত্র সামনে আসছে, তখন রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরের সামনে পৌঁছে গিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে তারা দাবি করেছেন, যারা জেলায় জেলায় নমিনেশন জমা দিতে পারেননি, তাদেরকে এখানে নমিনেশন জমা দেওয়ার ব্যবস্থা করে দিতে হবে। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বড়সড় প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “কেন্দ্রীয় বাহিনী নিয়ে এরা কোনো সিদ্ধান্ত নেয়নি। মানুষের জীবন আজকে বিপন্ন। নির্বাচন কমিশন হাতে হাত দিয়ে চুপচাপ বসে রয়েছে।” অর্থাৎ মনোনয়নে অশান্তির অভিযোগ আসলেও, কমিশন যে কোনো সদর্থক পদক্ষেপ নিচ্ছে না, সেই ব্যাপারে অভিযোগ করে নির্বাচন কমিশনকে আরও একবার কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি।

বিরোধীদের অভিযোগ, নির্বাচন কমিশন চলছে তৃণমূলের কথায়। মমতা বন্দ্যোপাধ্যায় ওপর থেকে যা ঠিক করে দিচ্ছেন, সেই মতোই সর্বোচ্চ সিদ্ধান্ত নিচ্ছে নির্বাচন কমিশন। আর বাস্তবে যে তার বহিঃপ্রকাশ ঘটছে, মনোনয়নে লাগাতার অশান্তি তার প্রমাণ দিচ্ছে বলেই দাবি একাংশের। আর এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনকে প্রবল চাপে ফেলে দিলেন বিজেপির রাজ্য সভাপতি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!