এখন পড়ছেন
হোম > রাজ্য > স্বস্তির আশা জাগছে রাজ্যবাসীর মনে ! বিদায়ের পথে প্রাণঘাতী ভাইরাস !

স্বস্তির আশা জাগছে রাজ্যবাসীর মনে ! বিদায়ের পথে প্রাণঘাতী ভাইরাস !


 

 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  রাজ্যে করোনাভাইরাসের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হতেই স্বস্তির আশা জেগে উঠছে প্রতিটা মানুষের অন্তরে ।  ক্রমশ উদ্বেগ কাটিয়েই স্বস্তি ফিরছে প্রাণঘাতী করোনা ভাইরাসের কবল থেকে , বর্তমানে রাজ্যে করোনা সংক্রমনের হার আগের তুলনায় অনেকটাই নিম্নমুখী  । বলা যেতে পারে দৈনিক সংক্রমণের হার নেমে চার হাজারেও এর নিচে এসে দাঁড়িয়েছে  । গতবছরের শেষের দিকেই ভয়াবহ প্রাণঘাতী করোনা ভাইরাস ক্রমশ লাগামহীনভাবে বেড়ে চলছিল ,যার জেরে বৃদ্ধির লাগাম টানতে  বিধিনিষেধের দিকে হাঁটতে হয়েছিল রাজ্য সরকাকে । বর্তমানে করোনাভাইরাসের গ্রাফ ক্রমশ নিম্নমুখী হওয়াকে ভ্যাক্সিনেশন ও বিধিনিষেধের সুফল বলেও  বলে মনে করছেন বিশেষজ্ঞরা ।

 

বৃহস্পতিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের প্রকাশিত করোনা বুলেটিনে থেকে জানা গেছে , ‘গত ২৪ ঘন্টায় নতুন করে ৪০ হাজার ১৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার অর্থা‍ত্‍ পজিটিভিটি রেট দাঁড়িয়েছে ৯.০২ শতাংশে। নতুন করে ৩ হাজার ৬০৮ জনের শরীরে মারণ ভাইরাসের নমুনা শনাক্ত হয়েছে। এ নিয়ে রাজ্যে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হলেন ১৯ লাখ ৮২ হাজার ৮৬২ জন। করোনার মৃত্যুমিছিলে লুটিয়ে পড়েছেন আরও ৩৪ জন। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন  ২০ হাজার ৪৮১ জন।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!