এখন পড়ছেন
হোম > জাতীয় > রিচার্জ প্ল্যান নিয়ে টেলিকম সংস্থাগুলিকে নয়া নির্দেশ দিল ট্রাই !

রিচার্জ প্ল্যান নিয়ে টেলিকম সংস্থাগুলিকে নয়া নির্দেশ দিল ট্রাই !


 

 

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  সাধারণত মাস হিসেবে আমরা জেনে থাকি 30 দিনে একটি মাস অথচ বেশ কিছু মাস থেকেই টেলিকম সংস্থাগুলির তাদের মাসের সময়সীমা কে কমিয়ে 28 দিনে করে ব্যাবসা চালিছে ।   বর্তমানেও রিচার্জের মেয়াদ 28 দিনের হিসাবে বা তার গুণিতককে নির্ধারণ করে টেলিকম সংস্থাগুলির তাদের রিচার্জ প্ল্যান রেখেছে।   যার ফলে গ্রাহক মহলের উদ্বেগে কারন হয়েছে ।  কিন্তু ব্যবহারকারীদের এই প্ল্যানের সময়সীমা নিয়ে দীর্ঘ বেশ কয়েক মাস থেকে প্রশ্ন ঘোরাফেরা করলেও তার কোনো সুরাহা মিলেনি তবে এবার মোবাইল ফোন গ্রাহকদের কথা মাথায় রেখে টেলিকম সংস্থাগুলিকে নতুন নির্দেশ দিল টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ( ট্রাই )। .

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর এদিন টেলিকম সংস্থাগুলোকে একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছে প্রতিটা টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাকে  কমপক্ষে একটা প্ল্যান ভাউচার, একটা বিশেষ ট্যারিফ ভাউচার এবং একটা কম্বো ভাউচার আনতে হবে, যার মেয়াদ ৩০ দিনের। যেটা প্রতিমাসের একই তারিখে পুনর্নবীকরণ করে নিতে পারবেন গ্রাহক’। সাধারণত টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া ( ট্রাই ) এর এই নতুন নির্দেশে গ্রাহকরা কিছুটা লাভবান হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা । তবে দেখার বিষয় এই নতুন নির্দেশ  কবে থেকে চলু করছে টেলিকম সংস্থা গুলি ।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!