এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > বিধায়কদের নিয়ে শুভেন্দুর বৈঠক, নয়া পদক্ষেপে তুঙ্গে জল্পনা!

বিধায়কদের নিয়ে শুভেন্দুর বৈঠক, নয়া পদক্ষেপে তুঙ্গে জল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বর্তমানে বঙ্গ বিজেপিতে অসন্তোষ ক্রমশ বাড়ছে। দিনকে দিন ভাঙ্গন আরও তীব্র হচ্ছে। মতুয়া সম্প্রদায়ের অবস্থান নিয়ে তৈরি হয়েছে জল্পনা। ইতিমধ্যেই দুই বিজেপি নেতা সাসপেন্ড হওয়ার পর আগামী দিনে অনেকে বেসুরো হতে পারেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাড়িতে একাধিক বিজেপি বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা গেল। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে।

সূত্রের খবর, ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী সল্টলেকের বাড়িতে একাধিক বিজেপি বিধায়ক উপস্থিত হয়েছেন। অগ্নিমিত্রা পাল থেকে শুরু করে অশোক দিন্দা, অম্বিকা রায়ের মতো একাধিক বিজেপি বিধায়কের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। একাংশ বলছেন, দলের ভাঙ্গন এবং দলের আর কোনো বিধায়ক যাতে দলবদল করতে না পারে, সেই বিষয়টি নিয়েই এই বৈঠকে আলোচনা হতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এছাড়াও রাজ্যকে চাপে ফেলতে আগামী দিনে কিভাবে বিধানসভার ভেতরে এবং বাইরে লড়াই করা যাবে, সেই বিষয় নিয়েও আলোচনা করতে পারেন এই বিজেপি বিধায়করা। তবে সবটাই জল্পনার পর্যায়ে রয়েছে। হঠাৎ করে শুভেন্দু অধিকারী বাড়িতে একাধিক বিজেপি বিধায়কের অনুপস্থিতির কারণ কি, তা অবশ্যই চর্চার বিষয়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!