রাতের অন্ধকারে বিধায়কের বাড়িতে বোমাবাজি, দলবদলই কি মুখ্য কারণ? মেদিনীপুর রাজনীতি রাজ্য January 29, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাজারবার বলা সত্ত্বেও পশ্চিমবঙ্গের রাজনৈতিক হিংসা অব্যাহত। কিছুদিন আগেই নির্বাচন কমিশন থেকে কড়া নির্দেশ দেয়া হয়েছিল বাংলার সরকারকে, যাতে রাজ্যজুড়ে কোনরকম হিংসাত্মক ঘটনা যেন এর মধ্যে আর না হয়। কিন্তু নির্দেশ দেওয়া হলেও সেই নির্দেশ মানার কোনো চিহ্ন দেখা যাচ্ছেনা বহুক্ষেত্রেই। বরং পাল্টা বোমাবাজি হয়েছে। ঘটনার সূত্রপাত হলদিয়ায়। রাতের অন্ধকারে হলদিয়ার বিধায়কের বাড়িতে হামলা। সিপিএম ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বিধায়ক তাপসী মন্ডলের বাড়ির সামনে বোমাবাজি হয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ এসে বিধায়কের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার করেছে। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনার পেছনে তৃণমুলকেই দায়ী করছেন বিধায়ক তাপসী মণ্ডল। তাঁর অভিযোগ উড়িয়ে দিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মন্ডল। প্রসঙ্গত, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে মেদিনীপুরের জনসভায় অমিত শাহের হাত ধরে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসেন শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে মেদিনীপুরের বেশকিছু অনুগামী গেরুয়া শিবিরে পা রাখেন। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - পাশাপাশি কিন্তু ইতিমধ্যে বাম শিবিরেও ভাঙনের প্রাবল্য। শুভেন্দুকে অভিভাবক মেনে বাম শিবির থেকে বিজেপিতে যোগ দিয়েছিলেন হলদিয়ার সিপিএম বিধায়ক তাপসী মন্ডল। তাঁর স্বামীও একইসাথে বিজেপিতে যোগদান করেন। এক মাসের মাথায় তাঁর বাড়ির সামনেই বোমাবাজি হল রাতের অন্ধকারে বলে অভিযোগ উঠেছে। এই নিয়ে তাপসী মন্ডল জানিয়েছেন তাঁর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছেন বলে তিনি দাবি করেন। অন্যদিকে স্থানীয় তৃণমূল নেতা দেবপ্রসাদ মন্ডল জানিয়েছেন, এটি পুরোপুরি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফল। তৃণমূল কখনো এ ধরনের অশান্তিতে মাথা গলায় না বলে দাবী করেছেন। শুধুমাত্র তৃণমূলকে বদনাম করার উদ্দেশ্যে তৃণমূলের নাম নেওয়া হচ্ছে। ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে। তবে পুলিশের হাতে এখনো কোন দুষ্কৃতী ধরা পড়েনি বলে খবর। বিশেষজ্ঞদের মতে, সবমিলিয়ে একুশের বিধানসভা নির্বাচনের আগে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে। আপনার মতামত জানান -