এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিজেপি ভাঙানোর ফল পাচ্ছেন মমতা, দলবদলু অর্জুনের নিশানায় পুলিশ! জেরবার তৃনমূল!

বিজেপি ভাঙানোর ফল পাচ্ছেন মমতা, দলবদলু অর্জুনের নিশানায় পুলিশ! জেরবার তৃনমূল!


 

 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী রাজনীতি কোনোভাবেই রাখতে চায় না তৃণমূল কংগ্রেস। তাই যেভাবেই হোক, বিজেপির জনপ্রতিনিধিদের নিজের দলের পতাকা ধরানো চাই‌। রাজ্যের শাসকদলের নেতারা এরকম করে বহু বিজেপির জনপ্রতিনিধিকে নিজেদের দিকে টেনে নিয়েছে। কিন্তু তার ফল ভালো হয়নি। আর এবার যে অর্জুন সিংহকে ঘটা করে দলে যোগদান করিয়ে বিজেপিকে চাপে ফেলার চেষ্টা করেছিল তৃণমূল, সেই অর্জুন সিংহই মোক্ষম আঘাত দিল তৃণমূল কংগ্রেসকে। একেবারে পুলিশ প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে স্বয়ং তৃণমূল নেত্রী এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপ বাড়িয়ে দিলেন দলবদলু এই সাংসদ। অনেকে বলছেন, বিজেপি ভাঙানোর ফল হাতেনাতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, এদিন মদন মিত্রের আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্তব্য নিয়ে অর্জুন সিংহকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে কার্যত বোমা ফাটান ব্যারাকপুরের সাংসদ। তিনি বলেন, “অপরাধ বাড়লে জনপ্রতিনিধিদের ওপর প্রভাব পড়ে। মদনদা জনপ্রতিনিধি হিসেবে নিজের সমস্যার কথা তুলে ধরেছেন। যার অপরাধ দমন করার কথা, সে যদি না করে, তাহলে কে করবে? আইন শৃঙ্খলা রক্ষা করা পুলিশের কাজ। তাদের রক্ষা করতে হবে।” বলা বাহুল্য, কামারহাটি থেকে শুরু করে বিটি রোডে মদ এবং জুয়ার বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন মদন মিত্র। তার মন্তব্যে এমনিতেই অস্বস্তিতে তৃণমূল। আর তার মধ্যে একসময় বিজেপিতে চলে যাওয়া অর্জুন সিংহ আবার দলে ফিরে কিছুদিন হয়তো চুপচাপ ছিলেন। কিন্তু ফের তার পুলিশকে নিয়ে এই ধরনের মন্তব্য রীতিমতো তৃণমূলের দিকেই বড় প্রশ্ন তুলে দিল।

গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ মহলের দাবি, অর্জুন সিংহকে ঘটা করে দলে নিয়েছিল তৃণমূল কংগ্রেস। এমন একটা ভাব তারা দেখাতে শুরু করেছিল যে, তারা এই নেতাকে দলে নিয়ে বিজেপিকে কার্যত শেষ করে দিয়েছে। কিন্তু বিজেপি তার নিজের জায়গায় রয়েছে। তবে যে অর্জুন সিংহকে ফুলের মালা হিসেবে গলায় পড়েছিল তৃণমূল, আজকে তিনি পুলিশকে নিয়ে মন্তব্য করায় তা কাঁটার মত তৃণমূলের গলায় বিঁধছে। ক্ষমতার মোহে ডুবতে গিয়ে তৃণমূল এইরকম আরও অনেক ভুল করবে। আর সেই ভুলের খেসার এভাবেই দিতে হবে তাদের। এখন অর্জুন সিংহ যখন মদন মিত্রের সুরেই কথা বলে পুলিশকে কাঠগড়ায় তুলেছেন, তখন কি খুব ভালো লাগছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? কারণ পুলিশ মন্ত্রী তো তিনি। তাহলে নিজের নেত্রীর দিকে অর্জুন সিংহের তোলা এই আঙ্গুল সহ্য করতে পারছেন তো, যারা তাকে দলে নিয়েছিলেন, সেই সমস্ত মহান নেতারা? প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

পর্যবেক্ষকদের মতে, রাজ্যের পুলিশ প্রশাসন যে কার্যত ভেঙ্গে পড়েছে, তা সকলেই জানে। তবে যে অর্জুন সিংহ একসময় বিজেপিতে গিয়েছেন এবং কিছুদিন আগে দলে এসেছেন, তার মুখ থেকে এই ধরনের কথা রীতিমতো তৃণমূলের কাছে অস্বস্তিকর। এমনিতেই অর্জুন সিংহকে দলের ভেতরে অনেকেই সহ্য করতে পারেন না। কারণ তিনি লোকসভা নির্বাচনের আগে দলকে বিপদে ফেলে বিজেপিতে চলে গিয়েছিলেন। তৃণমূল অনেক বড় বড় গলায় দাবি করেছিল যে, যারা দলের দুঃসময়ে দলকে বিপদে ফেলে বিরোধী শিবিরে নাম লিখিয়েছে, তাদের নাকি তারা গ্রহণ করবে না। কিন্তু তারপরেও এই অর্জুন সিংহের মতো অনেক নেতাকেই তৃণমূল সাদরে দলে গ্রহণ করেছে। আর এবার সেই অর্জুনবাবু যখন পুলিশের ঢিলেঢালা মনোভাবকে দায়ী করছেন, তখন পুলিশ মন্ত্রী হিসেবে ব্যাপক চাপে পড়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিনের শেষে তেমনটাই দাবি সমালোচক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!