এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > মমতা-অভিষেকের আশঙ্কা সত্যি, ইডির নোটিশের পরেই কি বললেন এই বিজেপি নেতা!

মমতা-অভিষেকের আশঙ্কা সত্যি, ইডির নোটিশের পরেই কি বললেন এই বিজেপি নেতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে তারা দুজনেই আশঙ্কা করেছেন, খুব দ্রুত আবার তাদের দলের কাউকে নোটিশ পাঠানো হতে পারে। আর এই পরিস্থিতিতে তৃণমূল ছাত্র পরিষদের সমাবেশ শেষ হওয়ার পরদিনই ইডির পক্ষ থেকে সমন পাঠানো হয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদ তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। যাকে কার্যত প্রতিহিংসা পরায়ন বলেই দাবি করছে শাসক দল। আর পরিস্থিতিতে এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে শমীক ভট্টাচার্যকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই বিজেপি নেতা বলেন, “দেখুন, এর মধ্যে বিজেপির কোনো যোগ নেই। হয়তো উনি বুঝতে পেরেছিলেন, উনি নোটিশ পেতে পারেন। তাই বলেছেন। কিন্তু বারবার করে এর মধ্যে বিজেপিকে যুক্ত করে দেওয়ার যে কথা বলা হয়, তা একেবারেই ভিত্তিহীন। যখন তদন্তের গতি প্রকৃতি বৃদ্ধি পায়, তখন বলা হয়, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আবার যখন তদন্তের গতি প্রকৃতি হ্রাস পায়, তখন বাম এবং কংগ্রেস মিলে বলে, সেটিং। এই কথা আমরা দীর্ঘদিন ধরে শুনে আসছি। কিন্তু এর মধ্যে বিজেপি যুক্ত নয়।” অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে সরাসরি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের সঙ্গে যে বিজেপির কোনো যোগ নেই, তা স্পষ্ট করে দিলেন শমীক ভট্টাচার্য। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!