এখন পড়ছেন
হোম > জাতীয় > জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দেওয়া এই হেভিওয়েট ডাক্তার কি এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন?

জাতীয় রাজনীতিতে ঝড় তুলে দেওয়া এই হেভিওয়েট ডাক্তার কি এবার সরাসরি রাজনীতির ময়দানে নামছেন?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কাফিল খান নামটি জনসাধারণের সামনে আসে 2017 সালে। তখন উত্তরপ্রদেশে যোগী সরকার সবে মাত্র চার মাস হল এসেছে। সেই সময় এমন একটি ঘটনা ঘটে উত্তরপ্রদেশে, যার জেরে তোলপাড় শুরু হয় দেশ জুড়ে। উত্তর প্রদেশের একটি হাসপাতালে সে সময়ে অক্সিজেনের অভাবে প্রায় 60 জন শিশু মারা যায়। আর তাই নিয়েই শুরু হয় কাটাছেঁড়া। প্রাথমিকভাবে বিরোধীরা উত্তরপ্রদেশ সরকারের অপদার্থতা হিসেবেই এই ঘটনার ব্যাখ্যা করেন। কিন্তু যোগী সরকার তড়িঘড়ি ডঃ কাফিল খানকে সরিয়ে দেয় এবং ডঃ কাফিল খানের 9 মাসের জন্য জেল হয়।

কিন্তু তার বিরুদ্ধে কোন প্রমাণ না থাকায় তাঁকে ছেড়ে দিতে বাধ্য হয় উত্তরপ্রদেশ সরকার। এরপর নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে এতদিন পর্যন্ত কাফিল খান জেলে বন্দী ছিলেন। কিন্তু সম্প্রতি এলাহাবাদ হাইকোর্টের সিদ্ধান্তে তিনি বাইরে এসেছেন। আর তারপরই তাঁকে রাজনৈতিক পদক্ষেপ নিতে দেখা গেল। সম্প্রতি তিনি প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে দেখা করেছেন। আর তারপর তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে দেখা করেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার অধীর রঞ্জন চৌধুরীর বাড়িতে জান ডঃ কাফিল খান। অন্যদিকে সোমবার তিনি কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গেও দেখা করেছিলেন বলে জানা গেছে। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে তাহলে কি কংগ্রেসের নতুন মুখ হিসেবে দেখা যাবে ডঃ কাফিল খানকে? এলাহাবাদ হাইকোর্টের নির্দেশে মুক্তির পর কাফিল খান জানিয়েছেন, তাঁকে নতুন করে অন্য মামলাতেও ফাঁসানো হতে পারে। বৃহস্পতিবার অধীর চৌধুরী নিজের ফেসবুক একাউন্টে কাফিল খানের সঙ্গে একটি ছবি দিয়ে জানান, তার বাড়িতে কাফিল খানের আগমন বার্তা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন ডঃ কাফিল খানকে NSA কেসে ফাঁসানো হয়েছিল যখন, সেসময় তিনি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেছিলেন। গত সোমবার কাফিল খান প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে তার স্ত্রী এবং পুত্রকে নিয়ে দেখা করতে যান। সেখানে উপস্থিত ছিলেন উত্তর প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় কুমার লাল্লু এবং সংখ্যালঘু সেল এর নেতা শাহনওয়াজ আলম। সূত্রের খবর, ডক্টর কাফিল খান এর মুক্তির খবর শুনে প্রিয়াঙ্কা গান্ধী নিজেই তাঁকে স্বাগত জানিয়েছিলেন বলে জানা গিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বিরোধীদের তীব্র বিরোধ লক্ষ্য করা যাচ্ছে কৃষি বিল কাণ্ডে। এমনিতেই দেশের সমস্ত বিরোধীরা এককাট্টা হয়েছেন বলে মনে করা হচ্ছে। এই অবস্থায় কংগ্রেস শিবিরে যদি ডঃ কাফিল খান যোগ দেন, তাহলে তা বিরোধী শিবিরের অন্যতম ঘটনা হিসেবে উল্লেখিত হবে। তবে দেখার কাফির খানের সঙ্গে কংগ্রেসের নেতা এবং নেত্রীর সাক্ষাৎকার কি শুধুই সৌজন্যমূলক নাকি এর পেছনে আছে রাজনৈতিক কোনো কারণ?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!