এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে বেরিয়ে আক্রান্ত সূর্যকান্ত, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের!

প্রচারে বেরিয়ে আক্রান্ত সূর্যকান্ত, নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ইতিমধ্যেই জমজমাটি প্রচার শুরু হয়ে গিয়েছে। কিন্তু সেই প্রচার পর্বে সংঘর্ষ ভয়াবহ আকার ধারণ করেছে। এতদিন কর্মী-সমর্থকদের মধ্যে হাতাহাতি বা গন্ডগোলের ঘটনা ঘটলেও, এবার সরাসরি বিভিন্ন জায়গায় প্রার্থীদের আক্রান্ত হতে দেখা যাচ্ছে। সূত্রের খবর, এবার নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্টের গাড়ির ওপর হামলার অভিযোগ উঠল ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে বেলদা থানার রামাগ্রাম এলাকা।

জানা গেছে, এদিন তৃণমূল প্রার্থী সূর্যকান্ত অট্ট বিকেল থেকেই নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচার শুরু করেছিলেন। রাতের থেকে বেলদা থানার রামাগ্রামে নির্বাচনী প্রচারে গিয়েছিলেন তিনি। কিন্তু প্রচার শেষে ফেরার পথেই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার গাড়ির ওপর হামলা চালায় বলে অভিযোগ। শুধু তাই নয়, প্রার্থীর সঙ্গে থাকা ব্যক্তিদের মারধর করার পাশাপাশি তার গাড়ির কাঁচ লাঠি দিয়ে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ উঠতে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ইতিমধ্যেই এই ঘটনায় আহত একজন কর্মীকে ভর্তি করা হয়েছে বেলদা গ্রামীণ হাসপাতালে। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে এবার তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তরজা। এদিকে এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে তৃণমূল কংগ্রেস। তবে বিজেপির পক্ষ থেকে অবশ্য এই অভিযোগকে সম্পূর্ণরূপে অস্বীকার করা হয়েছে।

গেরুয়া শিবিরের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাইরে থেকে লোক নিয়ে এসে বিজেপি কর্মীদের ওপর হামলা চালিয়েছে। তাদের এক নির্বাচিত পঞ্চায়েত সদস্য আক্রান্ত হয়েছেন। স্বাভাবিকভাবেই দাবি-পাল্টা দাবিকে কেন্দ্র করে রীতিমত উত্তপ্ত হয়ে উঠেছে গোটা এলাকা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!