এখন পড়ছেন
হোম > জাতীয় > সগর্বে জানালেন মাস্ক না পড়ার কথা! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বয়ানে উত্তাল রাজনৈতিক মহল!

সগর্বে জানালেন মাস্ক না পড়ার কথা! রাজ্যের হেভিওয়েট মন্ত্রীর বয়ানে উত্তাল রাজনৈতিক মহল!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনা আবহের প্রথম থেকেই বিশেষজ্ঞরা এবং চিকিৎসকরা জোর দিয়েছিলেন প্রত্যেককেই মাস্ক ব্যবহার করার জন্য। এবং করোনাবিধি মেনে দূরত্ব বজায় রাখার জন্য। কিন্তু কেউ কেউ বিশেষজ্ঞদের নির্দেশ পুরোপুরি অমান্য করে করোনা পরিস্থিতিকে হালকাভাবে নিয়ে অবস্থা আরো বেগতিক করে তুলছে বলে শোনা যাচ্ছে। সে রকমই একজন হলেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র। সম্প্রতি তিনি একটি জনসমাগমে পৌঁছান যেখানে তিনি কোনরকম মাস্ক ব্যবহার করেননি।

তাঁকে জিজ্ঞাসা করার পর তিনি বারে বারে বলে গেছেন, তিনি মাস্ক পড়েন না। কিন্তু তার পরেই তিনি বুঝতে পেরেছেন, তিনি কি ভুল করেছেন। এবং তারপর টুইট করে ক্ষমাও চেয়েছেন সবার কাছে। গত বুধবার ইন্দোরে একটি জনসমাগমে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্রকে মাস্ক ছাড়া। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেছিলেন, তিনি মাস্ক পড়েন না। এদিকে মধ্যপ্রদেশের অন্যতম করোনা সংক্রামিত এলাকা বলে পরিচিত ইন্দোর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এখনো পর্যন্ত সেখানে 20834 জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গিয়েছেন 516 জন। সেই জায়গায় দাঁড়িয়ে মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর এহেন মন্তব্যের পর দেশজুড়ে শুরু হয়েছে বিতর্কিত সমালোচনা। প্রশ্ন উঠেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর মতন একজন গুরুত্বপূর্ণ পদাধিকারী ব্যক্তি কিভাবে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করেন! যদিও বৃহস্পতিবার মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাঁর বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এবং জানিয়েছেন, এবার থেকে তিনি মাস্ক পড়বেন।

কিন্তু বিরোধীদের কটাক্ষ এখনো জারি রয়েছে। মধ্যপ্রদেশের কংগ্রেসের মুখপাত্র নরেন্দ্র সালুজা প্রশ্ন তুলেছেন, নিয়ম কি শুধুমাত্র সাধারণের জন্য? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মাস্ক না পরে নিয়ম ভঙ্গ করেছেন। তাঁর বিরুদ্ধে কি শাস্তি হবে? অবশ্য পরে নরোত্তম মিশ্র জানিয়েছেন, তিনি সাধারণত মাস্ক পড়েন। তাঁর শ্বাসকষ্ট আছে বলে তিনি সব সময় মাস্ক পড়েন না। দেশজুড়ে করোনা পরিস্থিতি আশঙ্কাজনক বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সে জায়গায় দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধির বিশেষজ্ঞদের নির্দেশ না মানা যথেষ্ট বির্তকিত বলেই মনে করছে রাজনৈতিক মহল। তার সাথে মধ্যপ্রদেশের বিজেপি সরকারেরও সমালোচনা শুরু হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!