এখন পড়ছেন
হোম > অন্যান্য > মাধ্যমিকের পথেই হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, নতুন চিন্তাভাবনা নিয়ে জল্পনা !

মাধ্যমিকের পথেই হাঁটতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, নতুন চিন্তাভাবনা নিয়ে জল্পনা !


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি CBSE ও CISCE এর ২০২১ সালের দশম শ্রেণি ও দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষার সিলেবাস সম্ভবত কমিয়ে দেওয়ার ভাবনাচিন্তা করছে বলে খবর পাওয়া গিয়েছিল। বস্তুত, করোনা আবহের প্রভাবে আগামী বছরের পরীক্ষাতে এমন সিদ্ধান্তের কথা ভাবা হয়েছিল। সেই সঙ্গে পরীক্ষাও দেড় মাস থেকে দুমাস পিছোতে পারে বলেও মনে করা হচ্ছিল। এবিষয়ে, CISCE’র চিফ এগজিকিউটিভ জানিয়েছিলেন যে, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখেই সিলেবাস আরও কমানো হবে বলে ভাবনা চিন্তা করে দেখা হচ্ছে। তবে এই বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু শোনা যায়নি তখন।

বস্তুত, করোনা পরিস্থিতিতে অনলাইন ক্লাসের মান যে স্কুল অনুযায়ী ভিন্ন, সেকথাও উল্লেখ করতে দেখা গিয়েছিল তাঁকে। তাই বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে বোর্ডের পরীক্ষা এপ্রিলে পিছোতে পারে বলেই আন্দাজ করা হয়েছিল। শুধু তাই নয়, অবস্থা বুঝে সময়সীমা আরও পরে হতে পারে বলেও জানা যায়। স্কুলগুলির তরফে তাই বোর্ডের কাছে ৫০ শতাংশ সিলেবাস কমানোর আরজি জানানো হয়েছে বলেও জানা যায়। শুধু তাই নয়, পরীক্ষা হলেও এই পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে ও কোভিড-১৯ সংক্রান্ত সমস্ত সতর্কতা মেনে পরীক্ষার আয়োজন করাটাও যথেষ্ট চ্যালেঞ্জের হবে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছিল।

তবে সম্প্রতি সেই পথেই হাঁটতে দেখা যাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডকে। জানা গেছে, ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক হবার প্রায় কোনো সম্ভাবনাই নেই। সেক্ষেত্রে যেহেতু সামনে বিধানসভা ভোট রয়েছে, তাই স্বভাবতই প্রশ্ন উঠেছে যে ভোটের পরেই কি তাহলে পরীক্ষা হবে! তবে তথ্য সূত্রে জানা গেছে যদি এই জল্পনা ঠিক হয়, তবে মাধ্যমিকের পর যেহেতু সাধারণত উচ্চমাধ্যমিক হয়, তাই সেক্ষেত্রে জুন মাসের আগে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব নয়। সেক্ষেত্রে জুন মাসে উচ্চমাধ্যমিক করতে হলে ছাত্র-ছাত্রীদেরকে আগে থেকেই পরীক্ষা সূচি ও সিলেবাস সম্পর্কে জানাতে হবে বলেও জানান হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত উচ্চমাধ্যমিকে মোট ৩১টি বিষয়ে রাজ্যের ছাত্র-ছাত্রীদের পড়ানো হয়। সেই ৩১ টি বিষয় সংসদের তরফে সিলেবাস কমিটি ও স্কুল শিক্ষা দফতরকে ৩০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত সিলেবাস কাটছাঁটের প্রস্তাব দেওয়া হয়েছে বলেই জানা গেছে। তবে এক্ষেত্রে আর্টস কমার্স এবং সায়েন্সের মত ৩১ টি বিষয়ের কি কি অংশ কাটছাঁট করা যেতে পারে তা নিয়ে গত কয়েকদিন ধরে আলাপ-আলোচনা চালাতে দেখা গিয়েছিল সংসদের আধিকারিকদের। জানা গেছে, গত বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে যে অধ্যায় থেকে প্রশ্ন এসেছিল, সেই প্রত্যেকটি বিষয়তেই সেই অধ্যায়গুলিকে বাদ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

যদিও সেই প্রস্তাব পাঠানোর পর সিলেবাস কমিটি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের তরফে পাঠানো প্রস্তাবে বেশকিছু সংশোধনও করতে পারে বলে জানা গেছে। সেক্ষেত্রে আগামী সপ্তাহের মধ্যেই উচ্চমাধ্যমিকের কতটা সিলেবাসের ওপর ছাত্র-ছাত্রীদের আগামী বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে হবে সে বিষয়ে স্পষ্ট ভাবে জানা সম্ভব বলে মনে করা হচ্ছে। যদিও মাধ্যমিক স্তরে তিন মাস স্কুলে ক্লাস করা সম্ভব হলেও উচ্চমাধ্যমিক স্তরে এখনও পর্যন্ত শিক্ষার্থীদের স্কুলে ক্লাস করানো সম্ভব হয়নি। তাই সেক্ষেত্রে কালীপুজোর পর যদি স্কুল খোলা সম্ভব হয়, তাহলে উচ্চমাধ্যমিকের পড়ুয়াদের অন্তত তিন থেকে চার মাস ক্লাস করিয়ে সিলেবাস শেষ করানো যেতে পারে যাতে, সে বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।

আপাতত তাই সিলেবাস কমিটি সেই প্রস্তাব পেলে তারপরই প্রয়োজনীয় আলাপ-আলোচনা করে স্কুল শিক্ষা দফতর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সেই প্রস্তাব পাঠাবে বলে জানা গেছে। এরপর মুখ্যমন্ত্রীর তরফে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কাটছাঁটের প্রস্তাব অনুমোদন পেলে তবেই রাজ্যের ছাত্র-ছাত্রীদের সঠিক সিদ্ধান্ত জানানো হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি তরফে কোন মন্তব্য করতে দেখা যায়নি বলেই তথ্য সূত্রে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!