এখন পড়ছেন
হোম > জাতীয় > আইন প্রত্যাহার করেও স্বস্তি নেই মোদীর, বড় পদক্ষেপের হুঁশিয়ারি কৃষক নেতার!

আইন প্রত্যাহার করেও স্বস্তি নেই মোদীর, বড় পদক্ষেপের হুঁশিয়ারি কৃষক নেতার!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- কিছুদিন আগেই কৃষি আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। তবে সেই সময় থেকেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল, এই আইনকে সংসদে পাস করানো হয়েছে। তাই সংসদে এই আইনকে বাতিল না করা পর্যন্ত কেন্দ্রের ওপর ভরসা নেই। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে আজ সংসদে সেই কৃষি আইন বাতিল করার রাস্তায় হেঁটেছে কেন্দ্র। ইতিমধ্যেই তা পাশ হয়ে গিয়েছে। তবে কেন্দ্রের পক্ষ থেকে এই আইনকে প্রত্যাহার করা হলেও, আন্দোলন থেকে সরে আসছে না কৃষকরা। ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দিয়েছেন কৃষক নেতা রাকেশ টিকাইত। যাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

বস্তুত, আজ সংসদে কৃষি আইন প্রত্যাহার করা হয়। আর তারপরেই এই ব্যাপারে কৃষকদের আন্দোলন সম্পর্কে প্রশ্ন করা হয় রাকেশ টিকাইতকে। এদিন তিনি বলেন, “সংসদে পাস হয়েছে কৃষি আইন প্রত্যাহার বিল। তবে এখনই কৃষকদের বিক্ষোভ আন্দোলন উঠছে না।” বিশেষজ্ঞরা বলছেন, এর ফলে কেন্দ্রীয় সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপ অনেকটাই বৃদ্ধি পেল। যে বিতর্কিত কৃষি আইন নিয়ে প্রশ্ন উঠেছিল, তা শেষ পর্যন্ত প্রত্যাহার করেছে কেন্দ্র। কিন্তু তারপরেও আন্দোলন কারীদের আন্দোলন না তোলার কথা যথেষ্ট চিন্তায় রাখবে শাসক শিবিরকে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!