এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > এবার তৃণমূলীদের পাল্টা মার দিতে পারলেই পুরস্কার দেবেন রাজ্য বিজেপি নেতারা!

এবার তৃণমূলীদের পাল্টা মার দিতে পারলেই পুরস্কার দেবেন রাজ্য বিজেপি নেতারা!

কলকাতার এক ওয়েব পোর্টালের দাবী অনুযায়ী এবার তৃণমূল কংগ্রেস সমর্থকদের পাল্টা মার দেওয়ার জন্য নিজেদের সমর্থকদের উৎসাহিত করলেন রাজ্য বিজেপি নেতারা। ওই পোর্টালের খবর অনুযায়ী জানা যাচ্ছে, আজ পূর্ব বর্ধমান জেলা বিজেপি কমিটির পক্ষ থেকে শহরের উত্তর ফটক থেকে কার্জন গেট পর্যন্ত প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির শীর্ষ নেতা সায়ন্তন বসু ও জয় বন্দ্যোপাধ্যায় সহ পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ নন্দী এবং যুব মোর্চার জেলা সভাপতি শ্যামল রায়।
সেই মিছিলের শেষে সভাতেই এইভাবে নিজেদের সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দেন ওই নেতারা। প্রথমেই শ্যামল রায় বলেন, তৃণমূলীদের হাতে মার খেয়ে কেউ বিজেপি নেতাদের ফোন করবেন না। বরং তৃণমূল সন্ত্রাসকারীদের মেরে ফোন করবেন। তাতে বিজেপির জেলা নেতারা তাদের পাশে থাকবেন। পরে শীর্ষ নেতা সায়ন্তন বসু বলেন, শ্যামাপ্রসাদ তিনটি কথা বলেছিলেন, প্রথমে অন্যায়ের প্রতিবাদ, তারপর প্রতিরোধ, আর তাতেও কাজ না হলে প্রতিশোধ। বর্তমানে বিজেপি প্রতিবাদের পর্যায়ের পর প্রতিরোধ করছে, এরপরেই হবে প্রতিশোধ। কয়েকদিন আগে মহিষাসুর অনুব্রত মণ্ডল চোখ উপড়ে নেবার হুমকি দিয়েছিলেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসলে বা তৃণমূল চলে গেলে ২৪ ঘণ্টার মধ্যে হয় অনুব্রতরা জেলে যাবেন, নাহয় রাজ্য ছেড়ে পালাবেন, আর তা নাহলে এনকাউণ্টারে মারা যাবে। যারা বিজেপি কর্মীদের মারধোর করবে তাদের ধরে মেরে হাত পা ভেঙে দিন, তাদের পুরস্কৃত করা হবে। এরপর বক্তব্য রাখতে উঠে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, অনুব্রত মণ্ডল জেনে রাখুন ২০১৪ সালের বিজেপি আর নেই, ২০১৮ সালে বিজেপির জোড়া ফলা থেকে কিভাবে আপনারা রক্ষা পাবেন তাই ভাবুন। একদিকে দিলীপ ঘোষ আর একদিকে মুকুল রায় এই জোড়া তীর কিভাবে সামলান তাই দেখাবে বিজেপি। বিজেপির দিকে হাত বাড়ালে হাত ভেঙে দেব। যদিও ওই পোর্টালে এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে বিশদে কিছু বলা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!