এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ শুরু ! দলীয় কোন্দলের জেরবার ঘাসফুল !

প্রার্থী ঘোষণা হতেই বিক্ষোভ শুরু ! দলীয় কোন্দলের জেরবার ঘাসফুল !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- যত সময় যাচ্ছে, ততই চিত্র পরিষ্কার হতে শুরু করেছে। বেশ বড়াই করে তৃণমূল কংগ্রেস কলকাতা পৌরসভার নির্বাচনে প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে। তবে প্রার্থী তালিকা প্রকাশ হওয়ার পর অনেকে অসন্তোষ প্রকাশ করলেও, সেইভাবে তা প্রকাশ্যে আসেনি। কিন্তু এবার দলীয় প্রার্থীকে মানতে না পেরে রীতিমতো রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে শাসকদলের অন্দরমহলে।

সূত্রের খবর, আজ কলকাতা পৌরসভার 103 নম্বর ওয়ার্ডে তৃনমূলের কর্মী-সমর্থকরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, দলের পক্ষ থেকে এই ওয়ার্ডে যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তারা তাকে কোনোভাবেই মানতে পারবেন না। তার বদলে যাতে অন্য কাউকে প্রার্থী করা হয়, তার জন্য দলের কাছে তারা আবেদন করছেন। বলা বাহুল্য, এই 103 নম্বর ওয়ার্ডে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে সুকুমার দাসের নাম।

কিন্তু তার বিরুদ্ধে দলের নেতা কর্মীদের বিস্তর অভিযোগ রয়েছে। তাই তার বদলে যাতে অন্য কাউকে প্রার্থী করা যায়, তার জন্য এখন রাস্তায় বসে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করলো ঘাসফুল শিবির। স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিকে কিভাবে মোকাবিলা করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!