এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ষষ্ঠ পে-কমিশন অনুযায়ী ঠিক কতটা বাড়তে চলেছে সরকারি কর্মীদের প্রতিটা স্তরে বেতন?

ষষ্ঠ পে-কমিশন অনুযায়ী ঠিক কতটা বাড়তে চলেছে সরকারি কর্মীদের প্রতিটা স্তরে বেতন?


প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – কিছুদিন আগেই রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পূর্ব ঘোষণা মত মন্ত্রীসভার অনুমোদন পেয়েছে ষষ্ঠ পে-কমিশন। ১ লা জানুয়ারী, ২০২০ থেকে চালু হতে চলেছে তা। আর, অভিরূপ সরকারের নেতৃত্বাধীন পে-কমিশন যে সুপারিশ করেছিল, তার থেকেও নাকি অনেক বেশি দিতে চলেছে রাজ্য সরকার। ফলে, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য একগুচ্ছ ‘সুখবর’ দেওয়া হল বলে দাবি করেছিলেন তিনি।

কিন্তু, অর্থমন্ত্রী অমিত মিত্র যাই দাবি করে থাকুন না কেন – এই ঘোষণার পর রীতিমত ক্ষোভে ফুঁসছেন রাজ্য সরকারি কর্মচারীরা। এখনো কোনো জিও হাতে না পাওয়াই এই নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না অনেকেই। কিন্তু, রাজ্য সরকারি কর্মীদের দাবি – এই পে-কমিশনে এরিয়ারের কথা নেই, ডিএ নিয়ে কিছু বলা নেই, হাউস রেন্ট ৩% কমিয়ে দেওয়া হয়েছে – যা কেন্দ্রীয় হারের থেকে ১২% কম বা ১ টা ইনক্রিমেন্ট ‘গায়েব’ হয়ে গেছে! তাহলে কোন যুক্তিতে রাজ্য সরকার একে ‘সুখবর’ দাবি করছে?

আর এর সাথেই যুক্ত হয়েছে নতুন চিন্তা – ঠিক কতটা বাড়তে চলেছে সরকারি কর্মীদের প্রতিটা স্তরে বেতন? আমাদের হাতে আসা এক নতুন হিসাব অনুযায়ী – নতুন বেতন কাঠামোতে গ্রূপ-ডি কর্মী থেকে শুরু করে এসও কর্মীদের হাতে পাওয়া বেতনের পরিমান বাড়তে পারে প্রায় সাড়ে তিন হাজার টাকা থেকে সাড়ে ৭ হাজার টাকা পর্যন্ত (যদিও এই হিসাব এন্ট্রি লেভেলের হিসাবে করা হয়েছে এবং সকলের ক্ষেত্রেই পিএফ ডিডাকশন ধরা হয়েছে, তাই কিছুটা এদিক-ওদিক হওয়ার সম্ভাবনা আছে)। কিভাবে? দেখে নিন বিস্তারিতভাবে –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গ্রূপ-ডি কর্মীদের ক্ষেত্রে পুরোনো স্কেলে বেতন –
বেসিক – ৬,৬০০ টাকা
ডিএ – ৮,২৫০ টাকা (১২৫% ধরে)
এইচআরএ – ৯৯০ টাকা (১৫% ধরে)
এমএ – ৩০০ টাকা
মূল বেতন – ১৬, ১৪০ টাকা
পিএফ – ৭৯২ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ১৫,৩৪৮ টাকা

গ্রূপ-ডি কর্মীদের ক্ষেত্রে নতুন স্কেলের সাম্ভাব্য বেতন –
বেসিক – ১৮,৪৮০ টাকা (২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ও ৩% করে ৩ টি ইনক্রিমেন্ট ধরে)
ডিএ – ০ টাকা (যেহেতু কোনো ঘোষণা নেই)
এইচআরএ – ২,২১৮ টাকা (১২% ধরে)
এমএ – ৫০০ টাকা
মূল বেতন – ২১,১৯৮ টাকা
পিএফ – ২,২১৮ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ১৮,৯৮০ টাকা
সাম্ভাব্য বেতন বৃদ্ধি – ৩,৬৩২ টাকা

এলডিএ কর্মীদের ক্ষেত্রে পুরোনো স্কেলে বেতন –
বেসিক – ৮,৮৪০ টাকা
ডিএ – ১১,০৫০ টাকা (১২৫% ধরে)
এইচআরএ – ১,৩২৬ টাকা (১৫% ধরে)
এমএ – ৩০০ টাকা
মূল বেতন – ২১,৫১৬ টাকা
পিএফ – ১,০৬১ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ২০,৪৫৫ টাকা

এলডিএ কর্মীদের ক্ষেত্রে নতুন স্কেলের সাম্ভাব্য বেতন –
বেসিক – ২৪,৭৫২ টাকা (২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ও ৩% করে ৩ টি ইনক্রিমেন্ট ধরে)
ডিএ – ০ টাকা (যেহেতু কোনো ঘোষণা নেই)
এইচআরএ – ২,৯৭০ টাকা (১২% ধরে)
এমএ – ৫০০ টাকা
মূল বেতন – ২৮,২২২ টাকা
পিএফ – ২,৯৭০ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ২৫,২৫২ টাকা
সাম্ভাব্য বেতন বৃদ্ধি – ৪,৭৯৭ টাকা

ইউডিএ কর্মীদের ক্ষেত্রে পুরোনো স্কেলে বেতন –
বেসিক – ১১,০৪০ টাকা
ডিএ – ১৩,৮০০ টাকা (১২৫% ধরে)
এইচআরএ – ১,৬৫৬ টাকা (১৫% ধরে)
এমএ – ৩০০ টাকা
মূল বেতন – ২৬,৭৯৬ টাকা
পিএফ – ১,৩২৫ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ২৫,৪৭১ টাকা

ইউডিএ কর্মীদের ক্ষেত্রে নতুন স্কেলের সাম্ভাব্য বেতন –
বেসিক – ৩০,৯১২ টাকা (২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ও ৩% করে ৩ টি ইনক্রিমেন্ট ধরে)
ডিএ – ০ টাকা (যেহেতু কোনো ঘোষণা নেই)
এইচআরএ – ৩,৭০৯ টাকা (১২% ধরে)
এমএ – ৫০০ টাকা
মূল বেতন – ৩৫,১২১ টাকা
পিএফ – ৩,৭০৯ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ৩১,৪১২ টাকা
সাম্ভাব্য বেতন বৃদ্ধি – ৫,৯৪১ টাকা

এইচএ কর্মীদের ক্ষেত্রে পুরোনো স্কেলে বেতন –
বেসিক – ১২,৭৫০ টাকা
ডিএ – ১৫,৯৩৮ টাকা (১২৫% ধরে)
এইচআরএ – ১,৯১৩ টাকা (১৫% ধরে)
এমএ – ৩০০ টাকা
মূল বেতন – ৩০,৯০১ টাকা
পিএফ – ১,৫৩০ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ২৯,৩৭১ টাকা

এইচএ কর্মীদের ক্ষেত্রে নতুন স্কেলের সাম্ভাব্য বেতন –
বেসিক – ৩৫,৭০০ টাকা (২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ও ৩% করে ৩ টি ইনক্রিমেন্ট ধরে)
ডিএ – ০ টাকা (যেহেতু কোনো ঘোষণা নেই)
এইচআরএ – ৪,২৮৪ টাকা (১২% ধরে)
এমএ – ৫০০ টাকা
মূল বেতন – ৪০,৪৮৪ টাকা
পিএফ – ৪,২৮৪ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ৩৬,২০০ টাকা
সাম্ভাব্য বেতন বৃদ্ধি – ৬,৮২৯ টাকা

এসওকর্মীদের ক্ষেত্রে পুরোনো স্কেলে বেতন –
বেসিক – ১৩,৬৮০ টাকা
ডিএ – ১৭,১০০ টাকা (১২৫% ধরে)
এইচআরএ – ২,০৫২ টাকা (১৫% ধরে)
এমএ – ৩০০ টাকা
মূল বেতন – ৩৩,১৩২ টাকা
পিএফ – ১,৬৪২ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ৩১,৪৯০ টাকা

এসও কর্মীদের ক্ষেত্রে নতুন স্কেলের সাম্ভাব্য বেতন –
বেসিক – ৩৮,৩০৪ টাকা (২.৫৭ ফিটমেন্ট ফ্যাক্টর ও ৩% করে ৩ টি ইনক্রিমেন্ট ধরে)
ডিএ – ০ টাকা (যেহেতু কোনো ঘোষণা নেই)
এইচআরএ – ৪,৫৯৬ টাকা (১২% ধরে)
এমএ – ৫০০ টাকা
মূল বেতন – ৪৩,৪০০ টাকা
পিএফ – ৪,৫৯৬ টাকা (১২% ধরে)
হাতে পাওয়া বেতন – ৩৮,৮০৪ টাকা
সাম্ভাব্য বেতন বৃদ্ধি – ৭,৩১৪ টাকা

## এই হিসাব কোনো সময়েই চূড়ান্ত বা সরকারি হিসাব নয়, একটা সাম্ভাব্য খোঁজার চেষ্টা মাত্র। চূড়ান্ত বেতন স্পষ্ট হবে জিও বেরোনোর পরেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!