এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার “কুলাঙ্গার” কটাক্ষ, ভরা সভায় তৃণমূলকে সপাটে জবাব সুকান্তর!

মমতার “কুলাঙ্গার” কটাক্ষ, ভরা সভায় তৃণমূলকে সপাটে জবাব সুকান্তর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কিছুদিন আগে বালুরঘাটের সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নাম না করে কুলাঙ্গার বলে আক্রমণ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর আজ সেই বালুরঘাটে অমিত শাহের সভা থেকে তার পাল্টা জবাব দিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা বালুরঘাটের প্রার্থী সুকান্ত মজুমদার। কেন্দ্র টাকা আটকে রাখার জন্য এবং চুরি বন্ধ করার জন্য এই রাজ্যের তৃণমূল নেতারা যা খুশি বলে যাচ্ছেন বিজেপি নেতাদের। সেই রকমই মমতা বন্দ্যোপাধ্যায় কুলাঙ্গার বলে আক্রমণ করেছিলেন বালুরঘাটের সভা থেকে। আর তার পরিপ্রেক্ষিতে সুকান্ত মজুমদার একেবারে ঝামা ঘষে দিলেন তৃণমূলের প্রতি।

প্রসঙ্গত, এদিন বুনিয়াদপুরে অমিত শাহের সভা থেকে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেত্রীর কুলাঙ্গার কটাক্ষের জবাব দেন বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, “কিছুদিন আগে মুখ্যমন্ত্রী বলেছেন, আমি আর শুভেন্দু অধিকারী নাকি কুলাঙ্গার। আমি আজকে বলে দিতে চাই, কুলাঙ্গার তাকে বলে, যে, কয়লা পাচার করে, যে গরু পাচার করে, যে বালি পাচার করে। আপনি একটু খোঁজ নিয়ে দেখুন, আপনার চারপাশেই এই সমস্ত লোকেরা ঘোরাঘুরি করছে।”

একাংশ বলছে, একেই বলে মুখের মত জবাব‌। একেবারে অমিত শাহের সামনেই তৃণমূল নেত্রীকে কড়া ভাষায় আক্রমণ করে তার দলের দুর্নীতিগ্রস্ত নেতাদের পর্দাফাঁস করে দিলেন সুকান্ত মজুমদার। যার ফলে ভোটের রাজনীতিতে অনেকটাই পিছিয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!