এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > কল্যাণের বিরুদ্ধে কথা নয়, মমতার রোষানলে হেভিওয়েট সাংসদ!

কল্যাণের বিরুদ্ধে কথা নয়, মমতার রোষানলে হেভিওয়েট সাংসদ!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  বেশ কিছুদিন ধরেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরমহলে শোরগোল পড়ে গিয়েছিল। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন। আর এর পরিপ্রেক্ষিতে পাল্টা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে দেখা যায় আরামবাগের তৃণমূল সাংসদ অপরুপা পোদ্দারকে। যেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার পদ থেকে ইস্তফা দিন বলে দাবি করেছিলেন তিনি। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে ঠিক, তা আকার ইঙ্গিতে বুঝিয়ে দিলেন স্বয়ং তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, বৃহস্পতিবার দলের সমস্ত সাংসদদের নিয়ে একটি ভার্চুয়াল বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখানেই কিছুদিন আগে করা মন্তব্যের জন্য অপরুপা পোদ্দারকে সতর্ক করে দেন তিনি। যার জেরে বিশেষজ্ঞরা বলতে শুরু করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন যে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনো মন্তব্য করা যাবে না। এতদিন ডায়মন্ডহারবার মডেল নিয়ে তৃণমূলের অন্দরে দ্বিধাবিভক্ত রুপ প্রকাশ্যে এসেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাতে মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাবছেন, সেই বিষয়টি নিয়ে তৈরি হয়েছিল গুঞ্জন। অবশেষে ভার্চুয়াল বৈঠকে আকার-ইঙ্গিতে তিনি যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পক্ষ অবলম্বন করলেন, তা স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!