এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > উপনির্বাচনের আগে, একদা বিজেপির ঘুম ওড়ানো যুবনেতাকে সরাসরি কার্যকরী সভাপতির পদে বসিয়ে চমক!

উপনির্বাচনের আগে, একদা বিজেপির ঘুম ওড়ানো যুবনেতাকে সরাসরি কার্যকরী সভাপতির পদে বসিয়ে চমক!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গুজরাটের মাটিতে অত্যন্ত প্রতিবাদী মুখ হিসেবে পরিচিত তিনি। একসময় পাতিদার আন্দোলনের মধ্যে দিয়ে বিজেপির বিরোধিতা করে রীতিমত গেরুয়া শিবিরে ঘাম ঝরিয়ে দিয়েছিলেন হার্দিক প্যাটেল‌। তার আন্দোলনে কার্যত স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা গুজরাট। পরিস্থিতি এমন আকার নিয়েছিল যে, এই হার্দিক প্যাটেল কোন রাজনৈতিক মঞ্চে যাবেন, তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। প্রায় প্রতিটি রাজনৈতিক দল তাকে নিজেদের দিকে টানতে মরিয়া হয়ে ওঠে।

কেননা তার আন্দোলন নিঃসন্দেহে যুব সমাজের ওপর ব্যাপক প্রভাব ফেলে দিয়েছিল। আর এই পরিস্থিতিতে 2019 এ বিজেপির অস্বস্তি বাড়িয়ে কংগ্রেসে যোগদান করেন হার্দিক প্যাটেল। আর এবার গুজরাটের সংগঠনকে চাঙ্গা করতে কংগ্রেসের তরফে সেই হার্দিক প্যাটেলকে দেওয়া হল বড়সড় দায়িত্ব। সূত্রের খবর, শনিবার আনুষ্ঠানিকভাবে গুজরাট কংগ্রেসের পক্ষ থেকে তাঁকে প্রদেশ কংগ্রেস কমিটির কার্যকরী সভাপতি দায়িত্ব দেওয়া হয়।

আর হঠাৎ করেই হার্দিক প্যাটেলকে গুজরাটে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব কংগ্রেসের পক্ষ থেকে দেওয়ায় এবার রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। তাহলে কি এবার হার্দিক প্যাটেলের মত যুব মুখকে সামনে এনে গুজরাটে বিজেপি অস্বস্তি আরও বাড়িয়ে দিতে চাইছে কংগ্রেস? আর তাই তাকে প্রদেশ কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হল? একাংশ বলছেন, সামনেই গুজরাটের আটটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন রয়েছে। তাই সেই সময় যদি হার্দিক প্যাটেলের মত মুখকে সামনে রেখে এগিয়ে যাওয়া যায়, তাহলে অনেকটাই সাফল্য পাওয়া যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একাংশের মতে, পাতিদার সম্প্রদায়ে হার্দিক প্যাটেলের অনেকটাই গ্রহণযোগ্যতা রয়েছে। সেদিক থেকে গুজরাটের মাটিতে বিধানসভা নির্বাচনে জয়লাভ করতে কংগ্রেস যদি সেই সম্প্রদায়ের ভোটব্যাঙ্ক এই হার্দিক প্যাটেলকে মুখ করে ভোটব্যাঙ্ক নিজেদের দখলে নিয়ে আসতে পারে, তাহলে হাত শিবির অনেকটাই লাভবান হবে। তাই এই সমস্ত সমীকরণের উপর ভিত্তি করে এবার হার্দিক প্যাটেলকে দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নিল কংগ্রেস বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে গুজরাট কংগ্রেসের মুখপাত্র মনীশ দোশি বলেন, “হার্দিক এমন একজন নেতা যিনি সামাজিক ন্যায়ের জন্য লড়াই করেছেন। তা সে বেকারত্ব হোক বা কৃষকদের দুর্দশা, সকলের জন্য লড়েছেন। সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। কার্যকরী সভাপতি হিসেবে তার নিয়োগ কংগ্রেসের জন্য সুবিধা হয়েছে। রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে আরও জোরদার লড়াইয়ে নামা যাবে।” সব মিলিয়ে এখন হার্দিক প্যাটেলকে মুখ করে গুজরাটে কংগ্রেস সংগঠন বাড়ানোর চেষ্টা করে বিজেপিকে অস্বস্তিতে ফেললেও, তা কতটা সাফল্য পায়, তার দিকেই নজর থাকবে রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!