এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > জব্দ হবেন অভিষেক! আরও সক্রিয় ইডি? ঘনিষ্ঠের মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছেন মমতা!

জব্দ হবেন অভিষেক! আরও সক্রিয় ইডি? ঘনিষ্ঠের মন্তব্যে সিঁদুরে মেঘ দেখছেন মমতা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-দীর্ঘ জেরার পর অবশেষে ইডি দপ্তর থেকে বাইরে বেরিয়ে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বারবার তৃণমূলের পক্ষ থেকে রাজনৈতিক প্রতিহিংসার আচরণ করা হচ্ছে কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে। তারা এটাও বলছে যে, ভবিষ্যতে যদি আবার এই ধরনের কাজ করা হয়, তাহলে বিজেপির ফল ভালো হবে না। তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, দুর্নীতিকে আটকাতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যে কোনোমতেই থামবে না, তা ঘুরিয়ে হলেও বুঝিয়ে দিলেন তৃণমূল বিধায়ক তাপস রায়। এদিন কেন্দ্রীয় এজেন্সির এই বাড়বাড়ন্তকে কটাক্ষ করলেও তার মন্তব্যের মধ্যে দিয়ে একটি অন্য বিষয় উঠে এসেছে। যা নিয়ে চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, কেন্দ্রীয় এজেন্সির এই পদক্ষেপ নিয়ে এদিন তৃণমূল বিধায়ক তাপস রায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, “এসব এখন চলবে। লোকসভা নির্বাচনের আগে গোটা দেশে চলবে। গোটা বাংলায় চলবে। এই ধরনের কেন্দ্রীয় এজেন্সিকে ব্যবহার করার অপপ্রয়োগ চলবে।” আর এখানেই অনেকে বলছেন, তাপসবাবু হয়তো কেন্দ্রীয় এজেন্সিকে কটাক্ষ করেছেন। তবে তিনি একটি গোপন ব্যাপারে প্রকাশ্যে নিয়ে চলে এসেছেন। তিনি বুঝিয়ে দিয়েছেন যে, কেন্দ্রীয় এজেন্সি কিন্তু ছাড়বার পাত্র নয়। শেষ পর্যন্ত দুর্নীতিকে সমূলে উৎপাটিত করতে তারা যা পদক্ষেপ নেওয়ার তা গ্রহণ করবে। তাই তৃণমূলের এখন গাত্রদাহ হতে শুরু করেছে।

বলা বাহুল্য, কেন্দ্রীয় এজেন্সি বিভিন্ন নেতা থেকে শুরু করে জনপ্রতিনিধিদের ডাকলেও, তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ। এমনকি এজেন্সির ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। ফলে ডাকাডাকি না করে কবে পদক্ষেপ নেওয়া হবে, সেটাই লাখ টাকার প্রশ্ন। আর তার মধ্যেই এজেন্সির এই তৎপরতা যে অব্যাহত থাকবে, তা বুঝিয়ে দিয়ে স্বয়ং দলনেত্রীর ঘুম উড়িয়ে দিলেন তাপস রায়‌। তবে তাপস বাবুর নেত্রীও তা খুব ভালো করে জানেন। তাই এসব নিয়ে তৃণমূল ভাবিত নয় বলে ঘাসফুল শিবিরের ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হচ্ছে।

পর্যবেক্ষকদের মতে, তৃণমূল বারবার এটাই বলার চেষ্টা করছে যে, যতবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তাদের নেতাদের হেনস্থা করা হবে, ততবারই মুখ পুড়বে ভারতীয় জনতা পার্টির। শক্তিশালী হবে তৃণমূল কংগ্রেস। কিন্তু দলের বিপক্ষে হেঁটে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তাপস রায় অবশ্য বুঝিয়ে দিলেন যে, কেন্দ্রীয় এজেন্সির এই ডাকাডাকির প্রক্রিয়া এখন অব্যাহত থাকবে। হয়তো বা তিনি এই কথা বলে দলের কাছে হিরো হতে চাইলেন। কিন্তু দলের যারা বিভিন্ন ঘটনায় অভিযুক্ত হিসেবে কেন্দ্রীয় এজেন্সির ডাকাডাকির মধ্যে রয়েছেন, তাদের চাপ বাড়িয়ে দিলেন। যার ফলে তৃণমূলের একটা অংশ সিদুরে মেঘ দেখছে। তাহলে কি কেন্দ্রীয় এজেন্সির সক্রিয়তা আরও বৃদ্ধি পাবে? যুবরাজের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ গ্রহণ করা হবে? এজেন্সির তরফে তাপসবাবুর মন্তব্য এই সমস্ত প্রশ্নকে আরও প্রকট করলো বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!