এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > সুদীপ্ত সেনকে সিবিআই জেরায় সামনে এল একাধিক প্রভাবশালীর নাম! বিস্ফোরক তথ্য সিটের বিরুদ্ধে?

সুদীপ্ত সেনকে সিবিআই জেরায় সামনে এল একাধিক প্রভাবশালীর নাম! বিস্ফোরক তথ্য সিটের বিরুদ্ধে?

সারদাকাণ্ডে বহু মানুষের অর্থনৈতিক বুনিয়াদ নষ্ট হয়েছে। কষ্টার্জিত অর্থ একটি জায়গায় জমা করে তা দিয়ে কেউ মেয়ের বিয়ে, আবার কেউ বা বাড়ি করবেন ভেবেছিলেন। কিন্তু যেভাবে সেই সারদা কোম্পানি চিটফান্ডের আকার নিয়েছে, তাতে সেই মানুষগুলোর মাথায় বাজ ভেঙে পড়েছিল। যার পরেই এই চিটফান্ড কাণ্ডের রহস্য উন্মোচন করতে পথে নামে সিবিআই।

গ্রেপ্তার করা হয় সারদা-কর্তা সুদীপ্ত সেন এবং দেবযানী মুখোপাধ্যায়কে। আর সুদীপ্ত সেনকে জেরা করে সারদায় যে বিপুল ক্ষতি হয়েছে, তার পেছনে কোনো প্রভাবশালী রয়েছে কিনা, তার রহস্য উন্মোচনে প্রথম থেকেই তৎপর হয়ে উঠেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এমনকি সুদীপ্ত সেনকে যাতে জেরা করা যায়, তার জন্য দীর্ঘ ছয় মাস ধরে নানা আদালতে আবেদন জানাচ্ছিলেন তারা। কিন্তু কোনভাবেই তাদের এই আবেদন গ্রাহ্য না হওয়ায় চেষ্টার ত্রুটি ছিল না সিবিআইয়ের।

তবে শেষপর্যন্ত সর্বোচ্চ আদালতে আবেদনের ভিত্তিতে সুদীপ্ত সেনকে জেলে গিয়ে জেরা করার অনুমতি দেয় নিম্ন আদালত। আর এরপরই সেই সারদা কর্তাকে জেরা করতে তৎপর হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু সিবিআইয়ের পক্ষ থেকে সারদা-কর্তা সুদীপ্ত সেনকে জেরা পর্বে এবার যেন প্রবল অস্বস্তিতে পড়তে চলেছেন প্রভাবশালী ব্যক্তিরা।

বিশেষ সূত্র মারফত খবর, সিবিআইয়ের কাছে সারদা-কর্তা সুদীপ্ত সেন জানিয়েছেন, সিটের করা তদন্তে তিনি এই সারদা কাণ্ডের সঙ্গে যুক্ত অনেক প্রভাবশালীদের নাম বলেছেন। কিন্তু সেই সময় সিটের তদন্তকারীরা সেই নাম নোট করেননি। আর সুদীপ্ত সেনের এই মন্তব্যেই এখন ছড়িয়ে পড়েছে জল্পনা। পর্যবেক্ষকদের একাংশ বলছেন, সারদা-কর্তার এই মন্তব্যকে হাতিয়ার করেই এবার এক ঢিলে দুই পাখি মারতে সক্ষম হবে সিবিআই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একদিকে তারা যেমন রাজ্যের সিটের তদন্তের ব্যাপারে প্রশ্ন তুলতে পারবেন, তেমনই এই সারদার কাণ্ডের সঙ্গে যে প্রভাবশালীদের একাংশ যুক্ত রয়েছে তাও বলার চেষ্টা করতে পারবেন। কিন্তু সুদীপ্ত সেনের এই দাবি কতটা সত্যি! সারদা-কর্তা সিটের করা তদন্ত বা জেরার সময় প্রভাবশালীদের নাম বললেও তা সিটের তদন্তকারী অফিসাররা নোট করেননি কেন?

তাহলে কি প্রভাবশালীদের গা বাঁচানোর জন্য সিট তৎপর হয়ে উঠেছিল! আর তাই সারদা-কর্তার বলার সমস্ত কথা নোট করেননি তারা! সিবিআইয়ের পক্ষ থেকে এই সমস্ত প্রশ্ন তোলা হলেও তা সম্পূর্ণরূপে অস্বীকার করেছে সিট। তাদের দাবি, সুদীপ্ত সেনের এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

তিনি যা বলেছেন, তার সমস্ত কিছুই রেকর্ড করা হয়েছে। আর সিট এবং সারদা-কর্তার দুই মুখের দুই দাবিতেই এখন কিছুটা হলেও ধন্দে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এখন সারদাকর্তাকে জেরা করে সিবিআই প্রভাবশালীদের ধরার ব্যাপারে ঠিক কতটা সক্রিয় ভূমিকা পালন করে, সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!