এখন পড়ছেন
হোম > জাতীয় > কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রীর, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে

কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ রাজ্যের অর্থমন্ত্রীর, তীব্র বিতর্ক রাজনৈতিক মহলে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রের বিরুদ্ধে এবার বিস্ফোরক অভিযোগ করলেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবার নতুন পথ বেছে নিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব বলে অভিযোগ জানিয়েছেন রাজ্যের অর্থমন্ত্রী। প্রসঙ্গত, করোনাকালে এবং লকডাউনের কারণে দেশজুড়ে সংকটাপন্ন অবস্থায় বহু মানুষ। ইতিমধ্যেই কাজ হারিয়েছেন অনেকে।

এ রাজ্যের অবস্থাও খুব একটা সুবিধাজনক নয়। রোজগারহীন হয়ে গিয়েছে বহু পরিবার। এই অবস্থায় কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যে অবস্থিত বহুদিনের সেলের গুরুত্বপূর্ণ দপ্তর সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর। কেন্দ্র আক্ষরিক অর্থে বাংলার শ্রমজীবী মানুষদের বিপদের মুখে ঠেলে দেবে বলে দাবি রাজ্য অর্থমন্ত্রীর।

ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে পরিস্থিতি খতিয়ে দেখার জন্য চিঠি পাঠিয়েছেন। সূত্রের খবর, অমিত মিত্র জানিয়েছেন তিনি পুরো বিষয়টি সংবাদমাধ্যম সূত্রে জেনেছেন। অমিত মিত্র জানিয়েছেন, কলকাতা থেকে সেলের মেটেরিয়াল ডিভিশন সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।

অমিত মিত্র দাবি করেন, যদি সেলের মেটেরিয়াল ডিভিশন রাজ্য থেকে সরে যায়, তাহলে প্রচুর ঠিকা শ্রমিক বর্তমানে কাজ হারাবেন। চরম সংকটের মুখে দাঁড়াবে তাঁদের পরিবারগুলি। পাশাপাশি দুর্গাপুর এবং বার্নপুর স্টিল প্ল্যান্টের ওপরেও এই সিদ্ধান্তের ব্যাপক প্রভাব পড়বে বলে জানান তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সব মিলিয়ে এই ভয়াবহ পরিস্থিতি থেকে বিরত থাকার জন্য কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে চিঠি দিয়ে অমিত মিত্র দয়া করে পুরো বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন বলে খবর। অন্যদিকে জানা গেছে, ইতিমধ্যেই সমস্যা অনুধাবন করে শ্রমিক ইউনিয়নের প্রতিনিধিরা দিল্লিতে গিয়ে সেলের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন এবং তাঁর কাছে পুরো সমস্যা মেলে ধরেন। কিন্তু জানা গিয়েছে, সেলের চেয়ারম্যান এ বিষয়ে বিশেষ কোনো কথা বলেননি। এই বিষয়টির পাশাপাশি অমিত মিত্র জানান, যেহেতু বাংলার জনগণ বিজেপিকে ভোট দেয়নি।

তাই কেন্দ্রীয় সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। যার অন্যতম উদাহরণ করোনা অতিমারীর সময় রাজ্যের শ্রমিকদের বিপদে ফেলে সেলের গুরুত্বপূর্ণ দপ্তর কলকাতা থেকে সরিয়ে নিয়ে যেতে চলেছে কেন্দ্র। খুব স্বাভাবিকভাবেই এই ঘটনাটি সামনে আসায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে রাজ্য রাজনীতিতে। আপাতত এই পরিস্থিতি কিভাবে সামলানো যাবে, তা নিয়ে চিন্তিত রাজ্য সরকার। পাশাপাশি এখন দেখার কেন্দ্রের তরফ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়!

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!