এখন পড়ছেন
হোম > জাতীয় > মোদী নয় রাহুলের ম্যাজিকের উপরি আশা রাখলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী

মোদী নয় রাহুলের ম্যাজিকের উপরি আশা রাখলেন বিজেপির প্রাক্তন মন্ত্রী


জল্পনার সমাপ্তি হলো আজ। কয়েকদিন আগেই এনডিএ ছেড়েছিলেন, সাথেই ছেড়েছিলেন মন্ত্রিত্বও। আর তার পরেই রবিবার দিল্লিতে কংগ্রেস শিবিরের সাথে বৈঠকও করেন। তখন থেকেই জল্পনা চলছিল যে রাহুলের হাত ধরতে চলেছেন বিহারের দলিত নেতা উপেন্দ্র কুশওয়াহা।

বৈঠকে উপস্থিত ছিলেন আরজেডি নেতা তেজস্বী যাদব, প্রাক্তন জেডিইউ নেতা শরদ যাদব, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জিতন রাম মানঝি। অনেকে মনে করছেন যে, আসন্ন লোকসভা নির্বাচনের আসন সমঝোতা নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। আর আজ সেই জল্পনাকে সত্যি করে আজ বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রের দপ্তরে তাঁর ইউপিএতে যোগদান করেন এই নেতা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে যে, রাষ্ট্রীয় লোক সমতা পার্টির নেতা উপেন্দ্র কুশওয়াহারের এই যোগদানের কথা আজ বৃহস্পতিবার দিল্লিতে কংগ্রের দপ্তরে বর্ষীয়ান কংগ্রেস নেতা আহমেদ প্যাটেল ঘোষণা করেন। তিনি বলেন, ‘আমরা খুশি যে কুশওয়াহা আমাদের জোটে শামিল হয়েছেন। আমরা বিহারে আরও শক্তিশালী হব।’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!