এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “আমি থাকি বা না থাকি..”দেবের মন্তব্যে ফের জল্পনা! তোলপাড় রাজ্য!

“আমি থাকি বা না থাকি..”দেবের মন্তব্যে ফের জল্পনা! তোলপাড় রাজ্য!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য রাজনীতিতে বেশ কিছুদিন ধরেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিশিষ্ট অভিনেতা তথা তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। তিনটি সরকারি কমিটি থেকে হঠাৎ করেই তার ইস্তফা এবং গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের পর জল্পনা আরও বেড়েছে। কিন্তু এখনো পর্যন্ত তিনি সাংসদ পদ থেকেই ইস্তফা দেওয়া বা তেমন কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার পথে হাটেননি। কিন্তু তাকে নিয়ে প্রতিমুহূর্তে চর্চা হচ্ছে রাজনৈতিক মহলে। আর এর মাঝেই আজ লোকসভার অধিবেশনে শেষ বক্তব্য রাখতে গিয়ে ফের জল্পনা বাড়িয়ে দিলেন সেই দীপক অধিকারী। তিনি আজ এমন একটি কথা বললেন, যার পর রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ বলছেন যে, এমনিতেও বর্তমান কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষের মুখে। কিছুদিন পরেই লোকসভা ভোট হবে। কিন্তু আসন্ন লোকসভা নির্বাচনে দেবের তৃণমূলের হয়ে প্রার্থী হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। কিন্তু কেন এমন কথা বলছেন বিশেষজ্ঞরা! কি এমন বলেছেন আজকে দীপক অধিকারী?

প্রসঙ্গত, আজ লোকসভায় জিরো আওয়ারে বক্তব্য রাখেন ঘাটালের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব। যেখানে ঘাটাল মাস্টার প্ল্যানের কথা উল্লেখ করেন তিনি। পাশাপাশি তিনি এটাও বলেন, “আমি থাকি বা না থাকি, ঘাটালের মানুষ যেন ভালো থাকে।” আর এখানেই প্রশ্ন, তিনি হঠাৎ করে “থাকি বা না থাকি” এই শব্দটা ব্যবহার করলেন কেন! তাহলে কি তিনি আর সাংসদ থাকবেন না, রাজনীতির সঙ্গে যুক্ত হবেন না! নাকি নতুন কোনো ইনিংস নতুন কোনো দলের পক্ষ থেকে শুরু করবেন! তা নিয়ে নানা মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকে বলছেন, দেব এমনিতেই রাজনীতির ছেলে নয়। কিন্তু তাকে জোর করে রাজনীতির আঙ্গিনায় এনেছে তৃণমূল কংগ্রেস। এবারেও তিনি যাতে প্রার্থী হন, তার জন্য ঘরোয়া বৈঠকে মেদিনীপুরের নেতাদের গন্ডগোল কমানোর নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে তারপরেও দেবের একের পর এক পদক্ষেপ এবং আজকের বক্তব্যের পর একাংশ কার্যত নিশ্চিত যে, দেব আর হয়ত রাজনীতির ময়দানে থাকছেন না। তিনি হয়ত অভিনয়কেই তার জীবনের সঙ্গী হিসেবে বেছে নিতে চাইছেন। তবে এখনও পর্যন্ত সেই ব্যাপারে তেমন কোনো প্রতিক্রিয়া শোনা যায়নি দেবের পক্ষ থেকে।

একাংশের মতে, ইতিমধ্যেই একটি অডিও ক্লিপ ভাইরাল হয়েছে। যার সত্যতা অবশ্যই প্রিয়বন্ধু মিডিয়া যাচাই করেনি। কিন্তু দেবকে নিয়ে এক তৃণমূল নেতার বলা কথা এবং সেই অডিও ক্লিপ নিয়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হয়ত সেই বিষয় নিয়েই অভিমান রয়েছে দীপক অধিকারীর। আর সেই কারণেই তিনি প্রথমে সরকারি কমিটি থেকে ইস্তফা দেওয়ার পর আজ সংসদে এবারের অধিবেশনে শেষবারের মত বক্তব্য রেখে নিজের থাকা না থাকার সম্ভাবনাকে একটা দোলাচলের মধ্যে ফেলে দিলেন বলেই মনে করছেন একাংশ।

পর্যবেক্ষকদের মতে, দেব কি করবেন, সেটা তিনিই ভালো বলতে পারবেন। তবে প্রতি মুহূর্তে তার পদক্ষেপ নিয়ে কিন্তু সাসপেন্স তৈরি হচ্ছে বঙ্গ রাজনীতিতে। তৃণমূল হোক বা বিজেপি, দেবের মত ছেলের জন্য রাজনীতি নয়। তিনি অনেক ভালো ভালো সিনেমা এই বাংলাকে উপহার দিয়েছেন। তাই যে দলটা আপাদমস্তক দুর্নীতিতে জড়িত, সেই দলে থেকে হয়ত দেব নিজেও অস্বস্তি বোধ করছেন। আর সেই কারণেই আজকে সেই দলের সাংসদ হিসেবে এবারের লোকসভার অধিবেশনে শেষবারের মতো বক্তব্য রাখতে গিয়ে নিজের থাকা না থাকার কথাটা তুলে ধরে মানুষের মঙ্গল কামনা করলেন। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!