এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > চাকরিপ্রার্থীদের জন্য সুখবর বয়ে আনছে ইনফোসিস

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর বয়ে আনছে ইনফোসিস


রাজ্যের বেশকিছু বেকার যুবক যুবতীদের মুখে হাসি ফোটাতে চলেছে ইনফোসিস। রাজারহাটে ইনফোসিসের বিল্ডিং তৈরির কাজ শুরু হতে চলেছে আজ। আজ থেকেই কয়েকদিন ধরে লাগাতার মাটি পরীক্ষা করার পরই বিল্ডিং এর দেওয়াল গাঁথা শুরু হবে। অফিস তৈরির কাজ শুরু হতে হতে জুলাই চলে আসতে পারে। কাজের সময় হিডকোর প্রতিনিধিরা থাকবেন ইনফোসিসের কর্তাদের সঙ্গে। এমনটাই জানা যাচ্ছে হিডকো সূত্রের খবরে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

আরো জানা যাচ্ছে যে, প্রায় দুমাস আগে ইনফোসিসের আওতায় এসেছিলো ৫০ একর জমি। তারপর সম্প্রতি ১৪ ই মার্চ,২০১৮ তে সরকারিভাবে জমি রেজিস্ট্রি হওয়ার পর ইনফোসিস দখলে পায় জমিটিকে। জমিটি হিডকোর থেকে কেনা হয়েছিলো ৭৫ কোটি টাকা দিয়ে, একর প্রতি ১.৫ কোটি টাকা হিসাবে।বামফ্রন্টের আমলেও নাকি একই মূল্য নির্ধারিত ছিল। ৩ বছরে প্রায় ১০০ কোটি টাকা বিনিয়োগ করতে চলেছে ইনফোসিস।

রাজনৈতিক সূত্রের খবর আরো বলছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উদ্যোগেই রাজ্যের নিজস্ব সিলিকন ভ্যালি তৈরি করতেই নিউটাউনে ইকো পার্কের কাছে অ্যাকশন টু এরিয়ায় হিডকো বেছেছে প্রায় ১০০ একর জমি। তৈরি হবে আটটি হাব। এর ফলে কর্মসংস্থান হতে চলেছে বেশকিছু রাজ্যবাসীর। প্রযুক্তির হাত ধরে রাজ্যে ঘুচতে চলেছে বেকারদের কালিমা। এই নিয়ে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উচ্ছ্বসিত তাঁরাও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!