এখন পড়ছেন
হোম > রাজ্য > উন্নাও গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক আরো বড় বিপাকে

উন্নাও গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত বিজেপি বিধায়ক আরো বড় বিপাকে


সিবিআইয়ের বিশেষ আদালতের নির্দেশে উন্নাওকাণ্ড সহ অতীতে একাধিক মামলায় অভিযুক্ত বিজেপি বিধায়ক কুলদীপ সেনগরের ৩ দিনের সিবিআই হেফাজত হলো। উল্লেখ্য ২০১৭ সালের ৪ঠা জুন নিজের বাড়িতে তরুণীকে ধর্ষণ করে এই বিজেপি বিধায়ক। এরপর এক বছর সময় অতিক্রান্ত হলেও পুলিশ ঐ ঘটনায় কাউকে গ্রেফতার করেনি। নির্যাতিতার বাবা একথা জানিয়ে পুলিশে অভিযোগ করলে উল্টো বিপত্তির মুখে পড়েন তিনি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

পুলিশ তাঁকে একটি ভিত্তিহীন মামলায় গ্রেফতার করে। জেরার নামে চলে অকথ্য অত্যাচার। বিজেপি বিধায়ক কুলদীপ সেনগরের নির্দেশেই এতটা বেপরোয়া হয় পুলিশ বলে অভিযোগ উঠেছে। এত কিছুর পরেও থেমে থাকেনি পুলিশ নির্যাতিতার বাবার মেডিক্যাল টেস্টেও পুলিশের গাফিলতি নজরে আসে। একটি প্রকাশিত ভিডিও ফুটেজে সেই প্রমাণও মেলে। যেখানে দেখা যায়, মেৃডিক্যাল টেস্ট করাতে এসে ধর্ষিতার বাবাকে নিয়ে তামাশা করছিলেন পুলিশ অধিকর্তারা। এর কিছুক্ষণ পরই ধর্ষিতার বাবার মৃত্যু হয় । তখনও নিজেদের দোষ ঢাকতে মৃত্যুর আসল কারণ লুকিয়ে রাখে পুলিশ। গোটা ঘটনায় বিজেপি বিধায়কের প্রত্যক্ষ হাত আছে বলে দাবি সিবাআইয়ের। তাই, অপরাধমূলক কাজে প্ররোচনা ও ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে সেনগরের বিরুদ্ধে বলে জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!