এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > এতবার বিদেশ সফর ? কয়লা ভাইপোর ফুটানি প্রকাশ্যে ! ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর !

এতবার বিদেশ সফর ? কয়লা ভাইপোর ফুটানি প্রকাশ্যে ! ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বিরোধী দলনেতা হওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী ঝোড়ো ব্যাটিংয়ে কার্যত কাবু রাজ্যের শাসক দল। অনেকেই বলেন, শুভেন্দু অধিকারীর তৃণমূল ত্যাগের পেছনে মমতা বন্দ্যোপাধ্যায় দায়ী নন। তার একটি সিদ্ধান্ত দায়ী। কোনো একজন যুবরাজের দলে উত্থান পরিশ্রমী শুভেন্দু অধিকারী মেনে নিতে পারেননি। তার কারণেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। আর বিজেপিতে যোগ দিয়ে তিনি সেই যুবরাজ এবং ভাইপোর বিড়ম্বনা প্রতিদিন বাড়িয়ে দিচ্ছেন। একের পর এক অভিযোগ এনে বিদ্ধ করছেন সেই ভাইপোকে। আর এবার তার বিদেশ সফরের তালিকা প্রকাশ্যে এনে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন সেই শুভেন্দু অধিকারী।

প্রসঙ্গত, এদিন নিজের এক্স হ্যান্ডেলে কোনো একজন জনপ্রতিনিধির বিদেশ সফরের তালিকা দেন রাজ্যের বিরোধী দলনেতা। পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমি আজকে টুইট করেছি কয়লা ভাইপোকে নিয়ে দেখবেন। 2014 সালে ও সাংসদ হয়েছে। আর 2015 সাল থেকে এখনও পর্যন্ত 26 বার বিদেশ ভ্রমণ করেছে। কিন্তু আমি ইউরোপ তো দূরের কথা, এখনও পর্যন্ত ঢাকাতে যাইনি। আমাদের সঙ্গে ওদের অনেক পার্থক্য রয়েছে।” আর বিরোধী দলনেতার এই মন্তব্য কাকে ইঙ্গিত করে, তা নিয়ে শুরু হয়ে গিয়েছে চর্চা। অনেকে বলছেন, ভাইপো বললেই যিনি রেগে যান, যিনি বলেন কেন এত ভাববাচ্যে কথা বলা হয়, তার সম্পর্কেই হয়তো এই ভয়াবহ তথ্য দিয়েছেন শুভেন্দুবাবু।

একাংশের প্রশ্ন, রাজ্যের কোনো এক জন প্রতিনিধির এতবার বিদেশ সফরের কারণ কি? শুভেন্দু অধিকারীর এই প্রশ্ন তো সত্যিই যুক্তির প্রশ্ন। হয়তো এটা নিয়ে বিপক্ষের তরফে নানা মতামত আসতে পারে। বিপক্ষ বলতে পারে যে, যে কেউ বিদেশ সফরে যেতে পারে। তার যদি বৈধ নিয়ম থাকে, তাহলে তা নিয়ে কেন এত প্রশ্ন করা হবে? অবশ্যই, তা নিয়ে প্রশ্নের কোনো বিষয় নেই। কিন্তু যে বিদেশ সফর এবং তার পেছনে বহু চর্চা চলছে, তাহলে কি তা সত্যি? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এতদিন দাবি করেছেন, বিদেশে গিয়ে কালো টাকা সাদা করার প্রক্রিয়া করছেন কেউ কেউ। সেদিক থেকে কি তার এই বক্তব্যের সত্যতা রয়েছে! যে জনপ্রতিনিধিকে নিয়ে এই ধরনের বিস্ফোরক তথ্য দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা, তিনি কি এবার প্রকাশ্যে এসে মুখ খুলবেন? জবাব দেবেন এই তথ্য নিয়ে! প্রশ্ন তুলছে বিরোধী শিবির।

পর্যবেক্ষকদের মতে, 2014 সালে সাংসদ হওয়ার পর 2015 সাল থেকে এযাবৎ কাল পর্যন্ত প্রায় 26 বার বিদেশ সফর করেছেন কোনো একজন জনপ্রতিনিধি। সত্যিই এতবার বিদেশ সফর হয়তো অনেক তাবড় তাবড় ব্যক্তিরাও করেন না। যে জনপ্রতিনিধিকে নিয়ে এত কথা হচ্ছে, তার কিসের এত প্রয়োজন বিদেশে? শুভেন্দু অধিকারী কি পারেন না এতবার বিদেশ সফর করতে? কিন্তু তার তো কোনো প্রয়োজন হয়নি। দেশের আরও তো অনেক নেতা-নেত্রী জনপ্রতিনিধিরা রয়েছেন। অকারনে কারওর বিরুদ্ধে এমন তথ্য তো কেউ পরিবেশন করতে পারেননি। কিন্তু সেই নির্দিষ্ট জনপ্রতিনিধি, যাকে “কয়লা ভাইপো” বলে আখ্যা দিলেন রাজ্যের বিরোধী দলনেতা, তার এতবার কেন বিদেশ সফর, সেই জবাব তাকেই দিতে হবে। শুভেন্দুবাবুর ঝোড়ো ব্যাটিংয়ের পর অন্তত তেমনটাই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!