এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ‘নিজে না সরলে আমাকে সরানো সহজ নয়’ বিজেপির পরিবর্তনের দাবি খারিজ করে বিস্ফোরক মমতা!

‘নিজে না সরলে আমাকে সরানো সহজ নয়’ বিজেপির পরিবর্তনের দাবি খারিজ করে বিস্ফোরক মমতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, এবার তারা রাজ্যের ক্ষমতা দখল করবে। এক্ষেত্রে রাজ্যে এবার পরিবর্তন দরকার বলে শ্লোগান দিচ্ছে ভারতীয় জনতা পার্টি। একসময় 2011 সালের নির্বাচনের আগে এই “পরিবর্তন চাই” শ্লোগান দিয়ে তৎকালীন বাম সরকারকে ক্ষমতাচ্যুত করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এবার সেই তৃণমূল কংগ্রেসকে ক্ষমতাচ্যুত করতে উঠেপড়ে লেগেছে ভারতীয় জনতা পার্টি।

স্বাভাবিক ভাবেই পশ্চিমবঙ্গের দু দফার নির্বাচন পেরিয়ে যাওয়ার পর চর্চা শুরু হয়েছে, এই দুই দফায় কে কতগুলো আসন পেতে পারে! বাকি রয়েছে আরও ছয় দফার নির্বাচন। তাই প্রচারে নেমে প্রতিটা রাজনৈতিক দলের নেতা নেত্রী নিজেদের মত করে আসন সংখ্যা নিয়ে দাবি করতে শুরু করেছে। আর এই পরিস্থিতিতে বিজেপির পক্ষ থেকে বাংলার ক্ষমতা দখলের ব্যাপারে দাবি করা হলেও, এবার প্রকাশ্য সভা থেকে তার জবাব দিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি নিজে থেকে না সরলে তাকে কোনোভাবেই সরানো যাবে না বলে বিজেপির বিরুদ্ধে হুংকার ছাড়তে দেখা গেল বাংলার মুখ্যমন্ত্রীকে।

সূত্রের খবর, আজ পুড়শুড়ার জনসভা থেকে এই ব্যাপারে ভারতীয় জনতা পার্টিকে বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “তোমরা যদি মনে করো, গুজরাট বাংলা শাসন করবে, সেটা হতে দেব না। বাংলা বাংলাকেই শাসন করবে। বিজেপি বলছে, বাংলায় নাকি উন্নয়ন হয়নি। তাই বাংলায় নাকি পরিবর্তন দরকার। আমি বলি, পরিবর্তন স্লোগানটা আমার। আমি যতদিন নিজে না যাচ্ছি, আমাকে সরানো অত সহজ নয়। এটা জেনে রেখো বিজেপি দল।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকরা বলছেন, বহুদিন পর মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন অগ্নিকন্যা রূপে দেখা গেল। এককালে তাকে অগ্নিকন্যা সম্বোধনে ভূষিত করত তৃণমূলের কর্মী সমর্থকরা। কিন্তু দশ বছর ক্ষমতায় থাকার সুবাদে তৃণমূল সরকারের বিরুদ্ধে প্রতিষ্ঠানবিরোধী হওয়া কাজ করতে শুরু করেছিল। এক্ষেত্রে তৃণমূল কংগ্রেস এবারের নির্বাচনে কতটা ভালো ফল করতে পারবে, তা নিয়ে সংশয় তৈরি হয়েছে নেতা থেকে শুরু করে কর্মীদের মধ্যে। চারিদিকে বইতে শুরু করেছে বিজেপি হাওয়া।

আর তার মধ্যেই দলীয় জনসভা থেকে তিনি নিজে থেকে না সরলে তাকে কোনোভাবেই সরানো যাবে না বলে রীতিমত হুংকার দিয়ে কর্মী-সমর্থকদের উজ্জীবিত করলেন তৃণমূল নেত্রী বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। একাংশের দাবি, দুই দফার নির্বাচনের পর বিজেপির পক্ষ থেকে স্বয়ং প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করছেন, রাজ্যে এবার পরিবর্তন নিশ্চিত। এমনকি নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় পরাজিত হচ্ছেন বলেও দাবি করতে দেখা যাচ্ছে ভারতীয় জনতা পার্টির সমস্তস্তরের নেতৃত্বদের।

স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে তৃণমূলের নীচুতলার কর্মী-সমর্থকদের মধ্যে কিছুটা হলেও সংশয় তৈরি হয়েছে। দিনকে দিন দলের কর্মী-সমর্থকদের আত্মপ্রত্যয়ের অভাব উপলব্ধি করছেন স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই পরবর্তী দফাগুলিতে আত্মপ্রত্যয় অভাবের কারণে যাতে খারাপ ফল না হয়, তার জন্য দলীয় নেতাকর্মীদের উজ্জীবিত করতে তৃণমূল নেত্রীকে এই ধরনের বার্তা দিতে হল বলে দাবি করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!