যা দিয়ে উন্নয়নের চাষ করতে হয়, তাই দিয়েই করবেন, ভারতী ঘোষকে “শুয়োর-মারা” মারবেন: অনুব্রত মেদিনীপুর রাজ্য May 9, 2019 বরাবরই খবরের শিরোনামে থাকতে পছন্দ করেন তিনি। আর তাইতো প্রতিবার নির্বাচনের আগে বিতর্কিত মন্তব্য করে রাজ্য রাজনীতির শিরোনামে উঠে আসতে দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে। এবারও লোকসভা নির্বাচনের আগে নকুলদানা খাওয়ানোর দাওয়াই দিয়ে খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। যা নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে নজরবন্দিও করা হয়েছিল ভোটের দিন। কিন্তু সদ্যসমাপ্ত বীরভূম জেলার দুটি লোকসভা কেন্দ্রে নির্বাচন সুষ্ঠু ভাবেই হয়েছে এবং সেখানে নকুলদানা ভালোই কাজ করেছে বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করতে দেখা যায় সেই অনুব্রত মণ্ডলকে। এদিকে বীরভূমের নির্বাচন শেষ হওয়ার পরই দলের তরফে তাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়। আর দায়িত্ব পেয়েই বুধবার ফতেসিংপুর এবং আমলাশুলিতে দুটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - জানা যায়, প্রথমে ধাদিকা থেকে গড়বেতা হয়ে রোড শো করে ফতেসিংপুরে এসে সভায় উপস্থিত হন অনুব্রত মণ্ডল। আর সেখানেই নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে তিনি বলেন, “নরেন্দ্র মোদী মিথ্যাবাদী, চিটিংবাজ, দাঙ্গাবাজ। উনি দেশের জন্য কিছু করেননি। আর মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন চোখে দেখা যায়। মোদির মতো মিথ্যেবাদী প্রধানমন্ত্রী আর আগে দেখা যায়নি। প্রথমে বলেছিলেন চাওয়ালা, এখন বলছেন চৌকিদার। আপনারাই ভাবুন চৌকিদার যদি দেশের প্রধানমন্ত্রী হয়, তাহলে দেশের অবস্থা কি হবে!” পাশাপাশি বিজেপি, বামফ্রন্ট এবং কংগ্রেসকে একটিও ভোট নয় বলে এদিন সাফ জানিয়ে দেন অনুব্রত মণ্ডল। পাশাপাশি নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিরোধীদের উদ্দেশ্যে হুংকার ছাড়তেও দেখা যায় বীরভূম জেলা তৃণমূল সভাপতিকে। বস্তুত, কিছুদিন আগেই ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ উত্তরপ্রদেশ থেকে লোক এনে মারা হবে বলে তৃণমূলের উদ্দেশ্যে হুমকি দিলে এদিন সেই প্রসঙ্গে পাল্টা হুংকার ছেড়ে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল বলেন, “উনি বলেছেন উত্তর প্রদেশ থেকে লোক এনে কুকুরের মত মারবেন। মেদিনীপুরের মানুষ ওকে শুয়োর মারা মারবেন। এবারের ভোটে নকুলদানা 100 ভাগ দেবেন। যা দিয়ে উন্নয়নের চাষ করতে হয় তাই দিয়েই করবেন। কেন্দ্রীয় বাহিনী অন্যায় করলে ছাড়বেন না। আমরা ভয় পাই না। আর যদি কেউ ভয় দেখায়, তাহলে আমরা ছেড়ে কথা বলব না। চোখ তুললে পর্দা নামিয়ে নেব।” সব মিলিয়ে এবার গড়বেতার সভা থেকে ফের স্বমহিমায় দেখা গেল অনুব্রত মণ্ডলকে। আপনার মতামত জানান -