এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > শুভেন্দুর কটাক্ষের মাঝেই রাজ্যপালকে ধন্যবাদ সুকান্তর, জোর চর্চা!

শুভেন্দুর কটাক্ষের মাঝেই রাজ্যপালকে ধন্যবাদ সুকান্তর, জোর চর্চা!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে একের পর এক জায়গায় মনোনয়ন পর্বকে কেন্দ্র করে সন্ত্রাস এবং মৃত্যুর ঘটনা নজর কেড়েছে সকলের। তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, রাজ্যপাল কিছু না দেখে, না শুনে কেন এই নির্বাচন কমিশনকে পদে বসালেন, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। যার ফলে স্পষ্ট হয়ে গিয়েছিল যে, শুভেন্দু অধিকারী রাজ্যপালের ভূমিকায় খুব একটা খুশি নন। কিন্তু এবার ভাঙ্গরের ঘটনা নিয়ে যখন সোচ্চার হয়েছেন রাজ্যপাল, ঠিক তখনই সেই রাজ্যপালকে ধন্যবাদ জানালেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে রাজ্যপালের বক্তব্য নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “দেখুন যে কোনো শুভবুদ্ধিসম্পন্ন মানুষের এই হিংসার ঘটনা দেখে সরব হওয়া উচিত। রাজ্যপাল সোচ্চার হয়েছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই। কিন্তু আমরা চাই, তিনি একবার এই হিংসা কবলিত এলাকাগুলো পরিদর্শন করুন।”

বিশেষজ্ঞদের মতে, শুভেন্দু অধিকারী কার্যত নিজের বক্তব্যের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিয়েছেন যে, তিনি বর্তমান রাজ্যপালের ভূমিকা নিয়ে তিনি খুব একটা খুশি নন। তবে বিজেপির রাজ্য সভাপতি এক্ষেত্রে আবার রাজ্যপালের প্রশংসা করলেন। তাহলে কি রাজ্যপাল ইস্যুতে একদিকে বিরোধী দলনেতা এবং অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি কার্যত আড়াআড়ি ভাবে বিভক্ত হয়ে গেলেন! তা নিয়ে ইতিমধ্যেই চর্চা শুরু হয়ে গিয়েছে বঙ্গ রাজনীতিতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!