এখন পড়ছেন
হোম > জাতীয় > বাংলায় লোকসভা আসন নিয়ে নতুন ঘোষণা গেরুয়া শিবিরের, তৃণমূলের চাপ বাড়াতেই কি নতুন কৌশল?

বাংলায় লোকসভা আসন নিয়ে নতুন ঘোষণা গেরুয়া শিবিরের, তৃণমূলের চাপ বাড়াতেই কি নতুন কৌশল?

যজ্ঞের আগে যেমন ছাড়া হত অশ্বমেধের ঘোড়া তেমনি প্রধানমন্ত্রীর সফরের আগে রথ বার করছে বিজেপি। মঙ্গলবার বিকেলে আসানসোলে বিজেপির ২ দিনের বিশেষ বৈঠক শেষে নতুন এই চমকের কথা জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন ডিসেম্বর মাসে কোচবিহার, তারাপীঠ এবং গঙ্গাসাগর থেকে রথ বের হবে সব জায়গায় পরিক্রমণ করার পর নরেন্দ্র মোদির সভা হবে। তবে সেই সভার দিনক্ষণ এখনও ঠিক হয়নি। সেটা ২৩ জানুয়ারি হতে পারে বা তার পরেও হতে পারে। প্রসঙ্গত, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা তৃণমূলের পাল্টা হিসেবে ২৩ জানুয়ারি কলকাতায় প্রধানমন্ত্রীর সভা করার কথা ঘোষণা করেছিলেন। কিন্তু এদিন দিলীপবাবু বলেন রথযাত্রা বা মোদির সভার দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

——————————————————————————————-

 এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

এদিকে আগামী ৩ আগস্ট ফের বিজেপি সভাপতি অমিত শাহর সফর বাতিল হয়ে তা নির্ধারন হয়েছে ১১ আগস্ট।  ২ দিন ধরে চলা বৈঠকে কেন্দ্র ও রাজ্যের নেতাদের পাশাপাশি বিজেপির সমস্ত সাংগঠনিক জেলার সভাপতিরা বৈঠকে যোগ দিয়েছিলেন। এদিন দলের শীর্ষ নেতারা জেলা সভাপতিদের বেশকিছু কর্মসূচি ঠিক করে দিয়েছেন। সেগুলি হল সদস্য সংগ্রহ বাড়ানো, নিচুস্তরের কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা, যাঁরা অন্য দল থেকে এসেছেন তাঁদেরও বিজেপির রীতিনীতি শেখানোর কথা ইত্যাদি। কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, শিবপ্রসাদ এবং রাজ্যের নেতা দিলীপ ঘোষ, রাহুল সিনহা, লকেট চট্টোপাধ্যায় এবং শমীক ভট্টাচার্যরা জেলা সভাপতিদের কাছ থেকে বিভিন্ন জেলার সংগঠনের অবস্থা সম্পর্কেও খোঁজখবর নেন।

বৈঠক শুরুর আগে বক্তব্য রাখতে গিয়ে দিলীপবাবু বলেন – ‘আমরা ৩০০ টি পঞ্চায়েতে জিতেছি। আরও ১০০টি পঞ্চায়েতে বোর্ড গঠন করতে পারি। যেখানে ত্রিশঙ্কু আছে সেখানে তৃণমূল যাতে বোর্ড গঠন করতে না পারে তারজন্য পদক্ষেপ নেওয়া হবে। আদালতের নির্দেশে আবারও ২০ হাজার ১২৯টি আসনে নির্বাচন হতে পারে। তা হলে আবার একটা কুরুক্ষেত্র বাধবে। আমরা সঞ্জয়ের মতো দেখব না। অর্জুনের মতো গাণ্ডিব হাতে ময়দানে নামব। ২০১৯ সালে তৃণমূল বুঝতে পারবে বিজেপি কী জিনিস। লোকসভা নির্বাচনে ওদেরকে অর্ধেকের বেশি আসনে প্রার্থী বদল করতে হবে। দুর্গাপুজোর পর থেকেই গিমিক শুরু হবে। এবছরের শেষের দিকেই রাজনৈতিক ছবিটা বদলে যাবে’।

রাজ্যের শাসকদলকে তোপ দেগে তিনি বলেন – তৃনমূল আগে ৩৪টি আসন তো টিকিয়ে রাখুক তারপর লোকসভার ৪২টি আসনের কথা ভাববে। রাজ্যের সব লোকসভা কেন্দ্রের আসনকেই টার্গেট করে এবং সবকটি আসনে জেতার আশা নিয়েই বিজেপি এগোচ্ছে বলে তিনি বলেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!