এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বিক্ষুব্ধ তৃণমূলের মনোনয়ন প্রত্যাহারে পুলিশকে নির্দেশ নবান্নের! ভয়াবহ অভিযোগ হেভিওয়েটের!

বিক্ষুব্ধ তৃণমূলের মনোনয়ন প্রত্যাহারে পুলিশকে নির্দেশ নবান্নের! ভয়াবহ অভিযোগ হেভিওয়েটের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বকে কেন্দ্র করে সংঘর্ষের সৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন এলাকায়। শুধু বিরোধীরা নয়, তৃণমূলের পক্ষ থেকেও একাধিক বিক্ষুব্ধরা মনোনয়নপত্র জমা দিয়েছেন আর এই পরিস্থিতিতে প্রত্যেকের বাড়িতেই তৃণমূলের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ। যাকে কেন্দ্র করে এবার তৃণমূলের যারা বিক্ষুব্ধ হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। তার অভিযোগ, রাজ্যের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে দিয়ে তৃণমূলের যারা বিক্ষুব্ধ হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে।

প্রসঙ্গত, এদিন এই ব্যাপারে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “শুধু বিরোধীদের হুমকি দেওয়া নয়, মনোনয়নপত্র প্রত্যাহার করার জন্য তৃণমূলের যারা বিক্ষুব্ধ হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের বাড়িতেও হুমকি পাঠানো হচ্ছে। আর রাজ্য পুলিশ, প্রশাসনকে দিয়ে প্রত্যেকটি থানার পুলিশকর্তাদের দিয়ে বিক্ষুব্ধ তৃণমূলের বাড়িতে যাতে তারা মনোনয়নপত্র তুলে নেন, তার জন্য হুশিয়ারি দিচ্ছে।”

বিশেষজ্ঞদের মতে, এই বক্তব্যের মধ্যে দিয়ে শুধু বিরোধীদের বাড়িতেই যে হুমকি পাঠানো হচ্ছে, তেমনটা নয় বলেই বুঝিয়ে দিলেন সুকান্ত মজুমদার। তার দাবি, তৃণমূলের যারা বিক্ষুব্ধ হয়ে মনোনয়ন জমা দিয়েছেন, তাদের বাড়িতেও মনোনয়নপত্র তুলে নেওয়ার জন্য পুলিশকে দিয়ে চাপ দেওয়া হচ্ছে। আর রাজ্য বিজেপির সভাপতি তিনি বক্তব্য তৃণমূলের কাছে অত্যন্ত চাপের কারণ বলেই মনে করছেন একাংশ। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!