এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেত্রীর বিজেপি যোগের জল্পনার নেপথ্যের আসল কাহিনী জেনে নিন

প্রাক্তন সাংসদ ও তৃণমূল নেত্রীর বিজেপি যোগের জল্পনার নেপথ্যের আসল কাহিনী জেনে নিন


লোকসভা নির্বাচনের পর থেকে বিজেপিতে ভালই যোগদান চলছিল। নানা হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্বদের বিজেপিতে যোগদান তারিয়ে তারিয়ে উপভোগ করছিল রাজনৈতিক মহল। তবে করোনা ভাইরাসের কারণে তা বেশ কিছুদিন ধরে স্থগিত হয়ে পড়ে। আর এবার সিপিএমের প্রাক্তন সাংসদ জ্যোতির্ময়ী সিকদারের বিজেপিতে যোগদানের জল্পনা চরম মাত্রায় ছড়িয়ে পড়ল।

রবিবারের একটি ছবি এখন সেই জল্পনাতে সীলমোহর দিতে শুরু করেছে। যেখানে দেখা গেছে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাতে পদ্মফুল তুলে দিচ্ছেন সোনার মেয়ে জ্যোতির্ময়ী সিকদার। আর তারপরই তার বিজেপিতে যোগদান শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

জানা যায়, গত 2004 সালে সিপিএমের গোষ্ঠী কোন্দলের জন্য কৃষ্ণনগর কেন্দ্রের প্রার্থী নিয়ে প্রবল চিন্তায় পড়ে বাম নেতৃত্ব। আর এর পরেই তৎকালীন রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস সিদ্ধান্ত নেন, এখানে অরাজনৈতিক কাউকে প্রার্থী করা হবে। যার ফলস্বরুপ ক্রীড়ামন্ত্রী সুভাষ চক্রবর্তীকে দায়িত্ব দেন অনিলবাবু। তাঁর কথামতই 98 এশিয়াডে ও সোনাজয়ী জ্যোতির্ময়ী সিকদারকে এই আসন থেকে প্রার্থী করার পর সেখান থেকে জয়লাভ করেন জ্যোতির্ময়ী দেবী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

2016 সালে সোনারপুর উত্তর বিধানসভা কেন্দ্র থেকে তিনি বামেদের প্রার্থী হলেও, তাকে পরাজিত হতে হয়। আর এরপর বিভিন্ন সময়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে ময়দানে নেমে সরব হতে দেখা গেছে এই জ্যোতির্ময়ী সিকদারকে। কিন্তু এবার সেই তাকেই বিজেপির রাজ্য সভাপতির সঙ্গে এক ফ্রেমে দেখা যাওয়ায় তীব্র রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে। হঠাৎ কেন দীলিপবাবুর হাতে পদ্মফুল তুলে দিলেন প্রাক্তন বাম সাংসদ?

জানা যায়, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বাড়ি সল্টলেকের কাছেই একটি বাড়িতে থাকেন জ্যোতির্ময়ী সিকদার। এদিন মর্নিং ওয়ার্ক করার সময় জ্যোতির্ময়ী সিকদার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে চা খেতে ডাকেন। আর তারপরেই সেখানে গিয়ে একসাথে ছবি ওঠে দুই রাজনৈতিক ব্যক্তিত্বের।

তাহলে কি ভবিষ্যৎ এই ব্যাপারে নতুন কোনো বার্তা দেবে? এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “ওনার সঙ্গে কথা হল। আরও কথা হবে।” তবে জ্যোতির্ময়ী সিকদারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। কিন্তু যেভাবে তিনি দিলীপ ঘোষের সঙ্গে সকাল-সকাল এক ফ্রেমে বন্দী হলেন, তাতে এখন তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা।তবে সূত্রের খবর যে তিনি দিলীপবাবুর হাত ধরে খুব শীঘ্রই বিজেপিতে যোগ দিতে চলেছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!