বিজেপিকে ভারত ছাড়া করতে গিয়ে মমতা ব্যানার্জি নিজেই ভারত ছাড়া হবেন: সায়ন্তন বসু বিশেষ খবর রাজ্য January 7, 2018 কিছুদিন আগেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিজেপি বিরোধিতা তীব্রতর করতে ডাক দিয়েছিলেন ‘বিজেপি ভারত ছাড়ো’, এবং সেই কর্মসূচিতে ঝাঁপিয়ে পড়তে বলেছিলেন দলীয় নেতা-কর্মীদের। সারা বাংলা জুড়েই প্রবল উৎসাহে তৃণমূল কংগ্রেস নেতা-কর্মীরা নেত্রীর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করেন। বিজেপিও পাল্টা ‘তৃণমূল তোষন ছাড়ো’ কর্মসূচি নেয়। সেই প্রসঙ্গেই বলতে গিয়ে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসু আজ নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র কটাক্ষ করে বলেন, দিদিমনি বলছেন ‘বিজেপি ভারত ছাড়ো’, আর আমরা বিহার, হিমাচল, গুজরাট, অসম, একের পর এক প্রদেশে সরকার গড়ে চলেছি। এবার দিদিমনি আবার বলবেন ‘বিজেপি ভারত ছাড়ো’, এবার আমরা পশ্চিমবঙ্গেও সরকার গড়বো। বিজেপিকে ভারত ছাড়া করতে গিয়ে আপনি নিজেই ভারত ছাড়া হবেন। আপনার মতামত জানান -