এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতা-পার্থর অডিও নিয়ে রিপোর্ট তলব নির্বাচন দপ্তরের, সময় বেঁধে দিল দিল্লি!

মমতা-পার্থর অডিও নিয়ে রিপোর্ট তলব নির্বাচন দপ্তরের, সময় বেঁধে দিল দিল্লি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের তৃতীয় দফার নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে কেন্দ্রীয় বাহিনীর গুলি চালনার ঘটনাকে কেন্দ্র করে এখনও পর্যন্ত উত্তপ্ত হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। যেখানে চারজন মানুষের মৃত্যুর ঘটনা রীতিমতো শোকাতুর পরিবেশের সৃষ্টি করে। আর এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কোচবিহার জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায়ের একটি কথোপকথন ভাইরাল হয়ে যায়।

বিজেপির আইটি সেলের পক্ষ থেকে সেই অডিও ফাঁস করে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করা হয়। যে ঘটনা নিয়ে রীতিমত জলঘোলা পরিস্থিতি তৈরি হয় রাজ্যজুড়ে। তবে এবার এই গোটা ঘটনায় নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। জানা গেছে, এবার সেই অডিও রেকর্ডিং নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট তলব করল দিল্লির নির্বাচন দপ্তর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, মঙ্গলবার সকালে রাজ্যের নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের কাছে এই বিষয়ে রিপোর্ট চান দিল্লির কর্তারা। আর সেখানেই বৃহস্পতিবারের মধ্যে এই ব্যাপারে যাতে রিপোর্ট পাঠানো হয়, তার ব্যাপারে নির্দেশ দেন তিনি। স্বাভাবিক ভাবেই এই পরিস্থিতিতে কমিশনের কাছে দিল্লির পক্ষ থেকে রিপোর্ট পাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য তৈরি হয়েছে। এবার রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে দিল্লির কর্তা দের কাছে এই ব্যাপারে কি জবাবদিহি করা হয়, তা লক্ষণীয় বিষয় সকলের কাছে।

বলা বাহুল্য, সোমবার বিজেপির একটি প্রতিনিধিদল দিল্লিতে নির্বাচন কমিশনের দপ্তরে গিয়ে এই অডিও টেপ জমা দেয়। পরবর্তীতে মঙ্গলবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই নিয়ে রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে ব্যাখ্যা চাওয়া হয়। এমত পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্বাচন কমিশন যে এই ব্যাপারে যথেষ্ট উদ্যোগী হয়ে উঠল, তা বলার অপেক্ষা রাখে না। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কেন্দ্রের পক্ষ থেকে রাজ্যের নির্বাচনী আধিকারিকের কাছে এই ব্যাপারে রিপোর্ট পাওয়ার পর রাজ্যের পক্ষ থেকে কি রিপোর্ট জমা দেওয়া হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!