এখন পড়ছেন
হোম > জাতীয় > বিজেপিতে যোগ দিলেন আরেক প্রাক্তন ‘সুপারস্টার’

বিজেপিতে যোগ দিলেন আরেক প্রাক্তন ‘সুপারস্টার’

দল হিসাবে বিজেপি বরাবরই ‘সুপারস্টার’ তত্ত্বতে বিশ্বাস রেখে এসেছে। তাই জাতীয় স্তরে বহু বলিউড ষ্টার এর আগে বিজেপিতে যোগ দিয়েছেন। আর সেই তালিকায় এবার নবতম সংযোজন ‘আশিকি’ খ্যাত নায়ক রাহুল রয়। ১৯৯০ সালে রাহুল মাত্র ২২ বছর বয়সে ‘আশিকি’ তে অভিনয় করে কাঁপিয়ে দিয়েছিলেন আসমুদ্রহিমাচল। এরপর আরো খানদুয়েক ছবিতে অভিনয় করলেও, তারপরে আস্তে আস্তে হারিয়ে যান সিনে-জগৎ থেকে। এরপর আবার এক বেসরকারি টিভির রিয়ালিটি শোতে চ্যাম্পিয়ন হন।
আজ দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে শীর্ষ নেতা বিজয় গোয়েলের হাত ধরে রাহুল রয় বিজেপিতে যোগ দেন। এরপর সাংবাদিকদের সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে তিনি জানান, উন্নয়ন করার লক্ষ্যেই তিনি বিজেপিতে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং দলের প্রধান অমিত শাহকে দেখেই তিনি এই সিদ্ধান্ত নেন। তিনি আরো জানান, আজকের দিনটা আমার কাছে খুবই বিশেষ একটি দিন। মোদীজি ও অমিত শাহের কাজ দেখে আমি অভিভূত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!