এবার বিজেপির সংগঠন ‘হাতের তালুতে’ নেওয়ার প্রক্রিয়া শুরু করলেন মুকুল রায় বিশেষ খবর রাজ্য November 18, 2017 একদা যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন তাঁকে সহকর্মীরা ডাকতেন ‘চানক্য’ বলে, কারণ অন্তরালে থেকে পুরো সংগঠনটা নিজের হাতের তালুতে রেখে চালাতেন তিনি। তাই তাঁর অনুগামীদের মতে তৃণমূল কংগ্রেসের সাফল্যের পিছনে যেমন ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মত ‘মুখ’ তেমনই পিছনে ‘দাদার’ সাংগঠনিক দক্ষতাও অনস্বীকার্য। সেই চানক্য আর কেউ নন, সদ্য তৃণমূল ত্যাগী নেতা মুকুল রায়। আর ‘সাংগঠনিক’ নেতা মুকুল রায় তাঁর নতুন দল বিজেপিতে গিয়েও তাঁর সাংগঠনিক মুন্সিয়ানা দেখতে চান। আর তাই সন্তপর্ণে শুরু করে দিলেন সেই কাজ। সূত্রের খবর অনুযায়ী, বর্তমান বঙ্গ বিজেপির সাংগঠনিক স্থিতি বুঝতে শুক্রবার রাত ১১টা নাগাদ দিলীপ ঘোষের সঙ্গে বৈঠক করেন মুকুল রায়। সব রাজ্যের বিজেপির সংগঠন বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় আরএসএস, আর তাই আজ সকালে আরএসএস-র রাজ্য নেতৃত্বের সঙ্গে বসেছিলেন তিনি। এরপর দুপুর তিনটে নাগাদ বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি রাহুল সিনহার সঙ্গে বৈঠক করেন তিনি। যদিও এই বৈঠকগুলিতে ঠিক কি নিয়ে আলোচনা হয়েছে সে নিয়ে মুখ খোলেননি কেউই, কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে যেকাজটা মুকুল বাবু দক্ষতার সঙ্গে তৃণমূল কংগ্রেসে সামলেছেন, সেই সাংগঠনিক মাস্টার প্ল্যান তৈরির প্রথম ধাপ হতে পারে পরপর ঘটে যাওয়া এই বৈঠকগুলি। আপনার মতামত জানান -