এখন পড়ছেন
হোম > রাজ্য > পুরুলিয়া-ঝাড়গ্রাম-বাঁকুড়া > কেন্দ্রের নতুন কৃষি-শ্রম বিলে ফিরে আসবে ইংরেজ জামানা? প্রতিবাদে ঝড় তুলছে বাম শীর্ষ নেতৃত্ব

কেন্দ্রের নতুন কৃষি-শ্রম বিলে ফিরে আসবে ইংরেজ জামানা? প্রতিবাদে ঝড় তুলছে বাম শীর্ষ নেতৃত্ব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি প্রবল বিবাদ, বিতর্ক, বিরোধিতার মধ্যে দিয়ে রাজ্যসভায় পাস হলো কেন্দ্রীয় সরকার প্রস্তাবিত নয়া কৃষি বিল। এই বিল সম্পর্কে দেশের বিভিন্ন বিরোধীদল একাধিক অভিযোগ যেমন এনেছে, তেমনি দেশের বিভিন্ন স্থানের বিভিন্ন কৃষক সংগঠনও এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারের এই নয়া কৃষি বিল নিয়ে প্রতিবাদ জানালেন সিপিএম দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

গতকাল সোমবার বাঁকুড়া শহরের স্কুলডাঙ্গাতে অসময়ের রান্নাঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর নয়া কৃষি বিলের বিরুদ্ধে বেশকিছু বক্তব্য রাখলেন বাম নেতা সুজন চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি জানালেন যে, এই নয়া কৃষিবিলের ফলে কৃষকদের পুঁজিপতিদের ইচ্ছে মতোই কাজ করতে হবে। ইংরেজ আমলে নীলকররা যেমন কৃষকদের নীলচাষে বাধ্য করতো। তেমনি এই বিলের ফলে দেশের কর্পোরেট সংস্থা গুলি কৃষিক্ষেত্রে অর্থ লগ্নি করে কৃষকদেরকে তাদের ইচ্ছামত চাষ করাতে বাধ্য করবে।

এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, এই নয়া কৃষি বিল চালু হলে কৃষকেরা সরকারি সহায়ক মূল্য থেকে বঞ্চিত হবেন। লগ্নিকারীদের নির্ধারিত মূল্যেই তারা ফসল বিক্রি করতে বাধ্য হবে। এর পাশাপাশি যদি শ্রম আইন পাশ হয়ে যায়, তাহলে চরম সমস্যায় পড়তে চলেছে শ্রমিকেরা। কারণ, এরফলে শ্রমিকদের ধর্মঘট করার কোন অধিকার থাকবে না। আন্দোলন বা প্রতিবাদ করলে জেল ও জরিমানা করা হবে তাদের। এ প্রসঙ্গে তিনি আরও জানালেন যে, ৩০০ শ্রমিকের সংস্থাতে শ্রমিকদের ছাটাই করতে কোনরকম অনুমতি নিতে হবে না মালিকদের। তাই কেন্দ্রীয় সরকারের প্রতি তাঁর প্রশ্ন, ” এটাই কি আত্মনির্ভরশীল ভারত গড়ার লক্ষণ? ”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

গতকাল সোমবার স্কুল ডাঙ্গার এই রান্নাঘরের আনুষ্ঠানিক উদ্বোধনের পর কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে স্বৈরাচারীতা, একনায়ক তন্ত্র, জাতীয় সংস্থা বেসরকারিকরণ ইত্যাদির প্রতিবাদ জানিয়ে বড়জোড়ায় একটি মিছিলও সভার আয়োজন করলেন বামদলীয় নেতারা। আবার গতকাল সুজন চক্রবর্তী ছাড়াও বেশকিছু বাম নেতা বড়জোড়া বিডিও অফিসে ডেপুটেশন দিলেন তাদের একাধিক দাবি জানিয়ে।

তাঁদের এই দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল, সকল জনগণকে ডিজিটাল রেশন কার্ড প্রদান, কার্ড প্রতি ১০ কেজি বিনামূল্যে রেশন দান, পরিযায়ী শ্রমিকদের জন্য পৃথক ভাবে রেশন দান ইত্যাদি। এ প্রসঙ্গে বড়জোড়ার বিডিও ভাস্কর রায় জানিয়েছেন যে, বাম নেতৃত্বের পক্ষ থেকে তাঁরা যে স্মারকলিপিটি পেয়েছেন। তা তাঁরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!