এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাঁকুড়ার সভা থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির, পাল্টা জবাব দিলো তৃণমূল

বাঁকুড়ার সভা থেকে তৃণমূলকে তীব্র কটাক্ষ বিজেপির রাজ্য সভাপতির, পাল্টা জবাব দিলো তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বিধানসভা নির্বাচনে নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঘোষিত হয়নি। কিন্তু রাজ্যের শাসক দল তৃণমূল ও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির মধ্যে নির্বাচনের প্রতিদ্বন্দিতা যথেষ্ট রকম ভাবে শুরু হয়ে গেছে। শীত যত বাড়ছে, ততোই বাড়ছে রাজ্যের রাজনৈতিক উত্তাপ। এই আবহে বাঁকুড়ায় বিজেপির এক দলীয় সভা থেকে রাজ্যের শাসক দলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তার পাল্টা জবাব দিল শাসকদল তৃণমূল। সবকিছু নিয়ে সরগরম হল রাজ্যের রাজনীতি।

বাঁকুড়ার তালড্যাংরার সভা থেকে রাজ্যের শাসক দল তৃণমূলকে তীব্র কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি জানালেন, এখনো পর্যন্ত সংক্রান্তি আসেনি, কিন্তু চলে গেছে শীত। যা থেকে তিনি মনে করছেন, তৃণমূল সরকার পুরো সময় থাকতে পারবে না। ক্ষমতা থেকে চলে যাবে তৃনমূল। সরকার চলবে না, উঠে যাবে তৃণমূল দলও। নিজেদের ঘর সামলানোই এখন বিরাট চ্যালেঞ্জ তৃণমূলের। বিজেপির বিরুদ্ধে লড়াই করতে গেলে দম লাগবে।

তিনি জানালেন, আগামী বিধানসভা নির্বাচনে সাফ হয়ে যাবে তৃণমূল। তৃণমূল মানুষের টাকা লুট করেছে। প্রসঙ্গত, জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ক একসময় তৃণমূলের দিকে ঝুকে ছিল। কিন্তু গত ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির দিকে ঝুকে যায় এই ভোটব্যাংক। এরপর জঙ্গলমহলে তৃণমূলের হারানো গৌরব ফিরিয়ে আনার দায়িত্ব দেওয়া হয়েছে ছত্রধর মাহাতোকে। তাঁকে তৃণমূলের রাজ্য কমিটির চেয়ারম্যান করে জঙ্গলমহলের আদিবাসী ভোটব্যাঙ্ক তৃণমূলের দিকে ফিরিয়ে আনার দায়িত্ব দেয়া হয়েছে। একসময়ের এই মাওবাদী নেতা সম্পর্কেও বিশেষ কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ছত্রধর মাহাতো সম্পর্কে তিনি জানালেন যে, জঙ্গলমহলে একজন ভদ্রলোক থাকেন যার নাম ছত্রধর মাহাতো। লালগড়ে থাকেন তিনি। কিন্তু তার পাশের গ্রামের লোক না খেতে পেয়ে মরে গেলেও, তার খোঁজ রাখেন না তিনি। একসময় ছত্রধর মাহাতোর মোটরসাইকেলের পেছনে চড়ে মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের মানুষকে বলেছিলেন যে, তাঁকে ভোট দিতে, তবে বদলাবে জঙ্গলমহল। দিলীপ ঘোষ জানালেন, ২০১৯ এর লোকসভা নির্বাচনে তাঁরা হাফ করেছেন, আগামী ২০২১ এর বিধানসভা নির্বাচনের পুরো সাফ করবেন শাসক দল তৃণমূলকে। তৃণমূল ক্ষমতা হারালে মানুষ তার অধিকার ফিরে পাবে। তিনি কটাক্ষ করেছেন, আগামী পুরভোটে দেবার মত প্রার্থী খুঁজে পাবেনা রাজ্যের শাসক দল তৃণমূল।

শাসকদল তৃণমূলের বিরুদ্ধে একাধিক কটাক্ষের পর তার কটাক্ষের জবাব দিলেন তৃণমূল নেতৃত্ব। তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানালেন যে, ৪০ শতাংশ মানুষের সমর্থনে এক বিরাট বৃক্ষের মত হয়েছে শাসকদল তৃণমূল। কেউ যদি মনে করেন যে, সেই গাছটি কেটে ফেলবেন, তবে মূর্খের স্বর্গে বাস করছেন তিনি। গাছের দু-একটি পাতা ঝরে গেলে গাছের ওজন কমে যায় না। অন্যদিকে, শোভন দেব চট্টোপাধ্যায় জানালেন যে, বিজেপি দিবাস্বপ্ন দেখছে। আগামী বিধানসভা নির্বাচনে মুখ থুবরে পড়বে বিজেপি। কলকাতা শহরের চেহারাই বদলে দিয়েছে তৃণমূল। বিজেপি বিরোধী দলের মর্যাদাটুকুও হারাবে বলে জানালেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!