প্রিয়রঞ্জন দাসমুন্সীর প্রতি শোকবার্তায় কে কি বললেন? জাতীয় বিশেষ খবর রাজ্য November 20, 2017 যতই রাজনৈতিক মতভেদ থাকুক, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর মৃত্যু মিলিয়ে দিল সবাইকে। প্রাক্তন কংগ্রেস নেতার মৃত্যুতে শোকের ছায়া রাজনৈতিক মহলে, দেশের সব বড় রাজনীতিকই শোকবার্তা প্রকাশ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, প্রিয়রঞ্জন দাসমুন্সীর মৃত্যুতে বেদনাহত। এটা বড় ক্ষতি। ওঁর আত্মার শান্তির কামনা করি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সী তাঁর প্রশাসনিক ও রাজনৈতিক অভিজ্ঞতার জন্য একজন জনপ্রিয় নেতা ছিলেন। ভারতে ফুটবলকে আরও জনপ্রিয় করার জন্য বহু কাজ করেছিলেন। তাঁর মৃত্যুতে দুঃখ প্রকাশ করছি। প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় লিখেছেন, শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর মৃত্যুতে বেদনাহত। ওঁর অনুপস্থিতি সবসময়েই অনুভূত হবে। ওঁর পরিবার ও বন্ধুদের সমবেদনা জানাচ্ছি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ লিখেছেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী প্রিয়রঞ্জন দাসমুন্সীর মৃত্যুতে বেদনাহত। ওঁর পরিবার ও বন্ধুদের প্রতি সমবেদনা রইল। আপনার মতামত জানান -